হাই কমিশনের মাধ্যমে জাতীয় পরিচয় পত্র প্রদানের দাবীতে লন্ডনে সভা অনুষ্ঠিত

Published: 6 July 2021

মো: রেজাউল করিম মৃধা :

গত ৫ই জুলাই সোমবার প্রবাসী বাংলাদেশীদের হাই কমিশনের মাধ্যমে জাতীয় পরিচয় পত্র প্রদানের দাবীতে, কমিউনিটি নেতৃবৃন্দের এক জরুরী সভা পূর্ব লণ্ডনের ভ্যালেন্স রোডস্থ কমিউনিটি হলে সংগঠনের আহ্বায়ক সাংবাদিক কে এম আবু তাহের চৌধুরীর সভাপতিত্বে ও সাংবাদিক খান জামাল মো: নুরুল ইসলামের পরিচালনায় সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন, গ্রেটার সিলেট কাউন্সিল ইউকের কেন্দ্রীয় চেয়ারপারসন ব্যারিষ্টার আতাউর রহমান , বিশিষ্ট আইনজীবি কাউন্সিলার ব্যারিষ্টার নাজির আহমদ, বাংলা পোস্ট পত্রিকার চেয়ারম্যান শেখ মো: মফিজুর রহমান, এইড এন্ড কেয়ার ট্রাস্টের ফাউন্ডার চেয়ারম্যান কলামিষ্ট মাওলানা আব্দুল মালিক,কমিউনিটি ও বাসদ নেতা গয়াছুর রহমান গয়াছ , গ্রেটার নোয়াখালী এসোসিয়েশন ইউকের প্রতিষ্ঠাতা সভাপতি ও লেখক ড: এম এ আজিজ , ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশীজ এর ডাইরেক্টর অধ্যাপক আব্দুল কাদের সালেহ ।

ইন্টারন্যাশনাল সোশিয়েল ওয়েলফেয়ার ট্রাস্টের চেয়ারম্যন আফসর মিয়া ছুটু , কবি ফররুখ ফাউন্ডেশনের চেয়ারম্যান রফিক আহমদ রফিক ,ভয়েস ফর জাস্টিস ইউকের নেতা আলহাজ্ব নুর বকশ , গ্রেটার সিলেট কাউন্সিল সাউথ ইষ্ট রিজিয়নের ট্রেজারার সুফী সোহেল আহমদ ,ইষ্ট লণ্ডন শাখার সেক্রেটারী আব্দুল মালিক কুটি ,জগন্নাথপুর উপজেলা ওয়েলফেয়ার ট্রাস্টের ভাইস চেয়ারম্যান হাজী ফারুক মিয়া।

রেনেসাঁ সাহিত্য মজলিসের সেক্রেটারী কবি শিহাবুজ্জামান কামাল , সৈয়দপুর শামছিয়া সমিতির সভাপতি আহমেদ কুতুব , মুক্তিযুদ্ধের সংগঠক হাজী কলা মিয়া , গ্রেটার সিলেট কাউন্সিল ফ্রান্সের সভাপতি কমিউনিটি নেতা হাজী হাবিব , বাংলাদেশ জার্নালিষ্ট এসোসিয়েশন ইউকের সিনিয়র সহ সভাপতি বদরুজ্জামান বাবুল , বঙ্গবীর ওসমানী ফাউণ্ডেশনের নেত্রী স্কুল গভরণর মিসেস ঝরনা চৌধুরী , প্রবীন শিক্ষক আমীর উদ্দিন আহমদ , ব্রিটিশ বাংলাদেশী হিস্চ্রী এণ্ড হেরিটেইজ কাউন্সিলের অর্থ সচিব সাংবাদিক আফসার উদ্দিন ,কমিউনিটি সংগঠক আজম আলী , মাষ্টার আশরাফ চৌধুরী , হাজী আজিম উদ্দিন , হাজী মাসুকুর রহমান , আব্দুল মুত্তাকিম , রুবেল আহমদ প্রমুখ ।

সভায় বক্তারা -বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে অনতিবিলম্বে পৃথিবীর বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশীদের নাম ভোটার তালিকায় অন্তরভূক্তি ও জাতীয় পরিচয় পত্র প্রদানের আহ্বান জানান । পাইলট প্রজেক্ট হিসাবে সর্ব প্রথম যুক্তরাজ্য থেকে এই স্মার্ট কার্ড প্রদানের জন্য বাংলাদেশ সরকার ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান ।

তারা বলেন – “প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা প্রায় দুই বছর আগে লণ্ডনে এসে সাংবাদিক সম্মেলন করে জাতীয় পরিচয় পত্রের রেজিস্ট্রেশন কার্যক্রম শুরুর ওয়াদা করেছিলেন ।কিন্তু আজ পর্যন্ত তা বাস্তবায়ন হয়নি ।

আইডি কার্ড ইস্যুর আগ পর্যন্ত প্রবাসীদের পাসপোর্টকে সর্ব ক্ষেত্রে গ্রহণযোগ্য আইডি হিসাবে স্বীকৃতি দিতে হবে”।

বক্তারা আরো বলেন যে – প্রবাসী বাংলাদেশীদের আইডি কার্ড না থাকায় দেশে গিয়ে হয়রানীর শিকার হন ।ব্যাংক থেকে টাকা উত্তোলন ,মোবাইলের সিম ক্রয় ,জায়গা জমি বেচা কেনা ,বিদ্যুৎ ও গ্যাস সংযোগ ,বিমানের টিকেট ক্রয় থেকে শুরু করে ১২১টি সেবা গ্রহণ থেকে বন্চিত হন ।ভারত ,পাকিস্তান সহ পৃথিবীর বিভিন্ন দেশের প্রবাসীদের ন্যাশনেল আইডি কার্ড থাকলেও প্রবাসী বাংলাদেশীদের নেই ।

সভায় গৃহীত সিদ্ধান্তগুলোর মধ্যে রয়েছে -বৃটেনের প্রতিটি শহর সহ পৃথিবীর বিভিন্ন দেশে আন্দোলন গড়ে তোলা ,আইনগত পদক্ষেপ গ্রহণ ,বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ,স্বরাষ্ট্র মন্ত্রী ,পররাষ্ট্র মন্ত্রী ,লণ্ডনস্থ বাংলাদেশ হাই কমিশনে স্মারকলিপি প্রেরণ ও দাবী আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখা হবে বলে দৃঢ় প্রত্যয় ব্যাক্ত করেন উপস্থিত সকলে। যুক্তরাজ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশী ও তাদের সন্তানদের বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে ন্যাশনেল আই ডি কার্ড বা জাতীয় পরিচয় পত্র প্রদানের দাবী। সেই সাথে প্রবাসী বাংলাদেশী ভোটাধিকার প্রবাসীদের ন্যায্য অধিকার।