রাজনগরে করোনা আক্রান্ত হয়ে নির্বাচন কর্মকর্তার মৃত্যু

Published: 8 July 2021

রাজনগর সংবাদদাতা :


মৌলভীবাজারের রাজনগর উপজেলার নির্বাচন অফিসার আলিফ লায়লা (৪৫) করোনা ভাইরাসে সংক্রামিত হয়ে মৃত্যুবরণ করেছেন।

 

বুধবার (৭ই জুলাই) রাতে রাজধানী ঢাকার লালমাটিয়া সিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। এদিকে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক তার স্বামীও করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

জানা যায়, তিনি সপ্তাহখানেক আগে মৌলভীবাজারে করোনা আক্রান্ত হন। অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়। তাঁর এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

 

এদিকে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, গত ১লা জুলাই থেকে সারাদেশে চলমান লকডাউন শুরু হয়। প্রথম দিন থেকে লকডাউনের বিধি-নিষেধ বাস্তবায়ন ও স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিতে ভ্রাম্যমাণ আদালত কাজ করছে। এই সময়ে রাজনগরে ১৬৮টি মামলা করেছে ভ্রাম্যমাণ আদালত। স্বাস্থ্যবিধি ও লকডাউনে সরকার আরোপিত বিধি-নিষেধ অমান্য করায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে এসব মামলায় ৭৭ হাজার ৯২০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।