নর্থাম্পটনে এরিয়েল স্কেচ অফ দি প্রফেট মুহাম্মদ (স:)এর প্রকাশনা সম্পন্ন
স্টাফ রিপোর্টার :
ইন্টারন্যাশনাল নর্থাম্পটন এর উদ্যোগে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে নর্থাম্পটস শায়ারের বিভিন্ন মসজিদের ও মুসলিম কমিউনিটির বিশিষ্ট মানুষের উপস্থিতিতে মিনহাজ উল কোরাআন নর্থাম্পটন লিংস এলাকায় অনুষ্ঠিত হলো এরিয়েল স্কেচ অফ দি প্রফেট মুহাম্মদ (স:)এর প্রকাশনা অনুষ্ঠান ।বর্তমান মুসলিম বিশ্বের উজ্জ্বল নক্ষত্রের ডক্টর তাহিরুল কাদিরী এই বইটি লিখেছেন।
নবী করিম সল্লালাহ (স:)এর আদর্শ জীবনকে পরিপূর্ণ ভাবে তুলে ধরা এ বইয়ে।প্রকাশনা অনুষ্ঠানে মিনহাজ উল কোরআন মিডল্যাল্ড প্রেসিডেন্ট শেখ আবু আদাম সিরাজীর সভাপতিত্বে ও আবদুর রহমানের উপস্থাপনায় শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন মহিউদ্দিন।
আলোচনায় অংশ নেন নর্থাম্পটন আল জামাত উল মুসলিমিন অফ বাংলাদেশ জামে মসজিদের ইমাম মাওলানা ক্বারী মোঃ আব্দুল বাসিত, ইমাম আবু বক্কর আমির ,পারভেজ বশির ,আব্দুর রউফ,মিনহাজ উল কোরআন লন্ডন এর ডাইরেক্টর আল্লামা জেসান কাদিরী সহ অনেকেই ।সব শেষে দোয়া মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে দোয়া ।দোয়া পরিচালনা করেন আল জামাত উল মুসলিম অফ জামে মসজিদের ইমাম মাওলানা ক্বারী মোঃ আব্দুল বাসিত।
আয়োজক হোসেন আহমদ বলেন,আমরা সফল ভাবে বইয়ের প্রকাশনী সম্পন্ন করতে পেরে খুব খুশি।যারা এসেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি।