কাশ্মীরে সেনা অভিযানে ২ পাকিস্তানিসহ নিহত ৮

Published: 9 July 2021

পোস্ট ডেস্ক :


ভারতীয় কাশ্মীরে একদিনে তিনটি অভিযান চালিয়েছে দেশটির সেনাবাহিনী। এতে ২ পাকিস্তানি জঙ্গিসহ মোট ৬ ‘সন্ত্রাসী’ নিহত হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী। তবে অভিযানে প্রাণ হারিয়েছেন দুই ভারতীয় সেনাও। শুক্রবারও অঞ্চলটির কুলগাম এলাকায় থেমে থেমে সংঘাত চলছে। এ খবর দিয়েছে দ্য ওয়াল।

খবরে বলা হয়, কাশ্মীরের পুলওয়ামা এবং কুলগামে সেনা-জঙ্গি বন্দুকযুদ্ধে নিহত হয়েছে জঙ্গি সংগঠন লস্কর-ই-তাইয়েবার চার সদস্য। প্রথম ঘটনাটি ঘটে কুলগামের হাইওয়েতে। এই ঘটনায় নিহত হয় দুই জঙ্গি।

তারা কুলগামের হাইওয়েতে বড় ধরণের নাশকতার পরিকল্পনা করেছিল বলে দাবি করেছে ভারতীয় গোয়েন্দারা। সেনাবাহিনী জানিয়েছে, ওই দুই জন একটি সাধারণ মারুতি গাড়িতে করে যাচ্ছিল। একটি সেনা চেকপোস্টে তাদের আটকানো হলে আচমকাই গুলি ছুড়তে শুরু করে তারা। পাল্টা জবাব দিলে ঘটনাস্থলেই নিহত হয় ওই দু’জন। দ্বিতীয় ঘটনাটি ঘটে পুলওয়ামায়। সেখানে ভারতীয় বাহিনীকে টার্গেট করে একটি কনভয়ে বোমা হামলা চালানো হয়। সে সময়েই সেনারা পালটা গুলি ছুড়ে হামলাকারী দুইজনকে হত্যা করে।

একইদিনে জঙ্গিদের সঙ্গে আরো একটি সংঘাতের খবর দিয়েছে দ্য ওয়াল। এটি হয়েছে রাজৌরে ভারত ও পাকিস্তানের সীমান্তে। ভারতীয় সেনারা জানিয়েছেন, জঙ্গিরা পাকিস্তান থেকে সীমান্তে অনুপ্রবেশ করেছে এমন খবর পেয়ে একটি তল্লাশি দলকে সেখানে পাঠানো হয়। সেনাদের উপস্থিতি টের পেয়ে জঙ্গিরাই প্রথমে গুলি ছুড়তে শুরু করে। চালায় গ্রেনেড হামলাও। সেখানে নিহত হয় পাকিস্তানি দুই জঙ্গি। এই লড়াইয়েই দুই ভারতীয় সেনা নিহত হয়েছেন। তারা দুজন হলেন, নায়েব সুবেদার শ্রীজিথ এম এবং সেপাই মারুপ্রলু যশবন্ত রেড্ডি। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে দুটি একে-৪৭ অ্যাসলট রাইফেল। আরো পাওয়া গেছে প্রচুর গুলি।