অভিবাসীবাহী বাস দুর্ঘটনায় বাংলাদেশিসহ তুরস্কে নিহত ১২, আহত ২৬
পোস্ট ডেস্ক :
বাংলাদেশি, পাকিস্তানি ও আফগানিস্তানের অভিবাসী বহনকারী একটি বাস দুর্ঘটনায় তুরস্কে কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২৬ জন। তবে নিহতদের মধ্যে কোনো বাংলাদেশি আছেন কিনা তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। অনলাইন ডন বলছে, গতকাল রোববার তুরস্কের পূর্বাঞ্চলে ইরানের সঙ্গে তুরস্কের সীমান্ত এলাকায় ভান প্রদেশে মুরাদিয়ে জেলায় এই দুর্ঘটনা ঘটে। এ সময় ওই বাসটি একটি খাদে পড়ে গেলে তাতে আগুন ধরে যায়। দুটি সূত্র বলেছেন, বাসটির মালিককে আটক করা হয়েছে। রিপোর্টে বলা হয়, ইউরোপ পাড়ি দেয়ার জন্য তুরস্ক হলো অভিবাসীদের কাছে একটি গুরুত্বপূর্ণ ট্রানজিট। তাই অভিবাসীরা- বিশেষ করে ইরান, আফগানিস্তান ও পাকিস্তানিরা নিয়মিত ইরান সীমান্ত দিয়ে পায়ে হেঁটে তুরস্কে প্রবেশ করে।
তারপর তারা ইস্তাম্বুল এবং আঙ্কারার মতো শহরে ছড়িয়ে পড়েন। ওদিকে দুর্ঘটনার পর টেলিভিশনে দেখানো হয়েছে, আহতরা আর্তচিৎকার করছেন। তাদেরকে রাস্তার পাশে চিকিৎসা দেয়া হচ্ছে। জরুরি বিভাগের কর্মীরা তাদেরকে আগুনে পোড়া বাসের ভিতর থেকে বের করে এনে রাস্তার পাশে রেখেছে।