ফেসবুক লাইভে আইনি পদক্ষেপ নেওয়ার হুশিয়ারি শাবনূরের

Published: 25 September 2021

পোস্ট ডেস্ক :


দীর্ঘ দিন ধরে তিনি বসবাস করছেন অস্ট্রেলিয়ার সিডনিতে। পারিবারিক জীবন নিয়েও ছিলেন ঝামেলায়। ভক্তদের সঙ্গে দূরত্ব ঘোচাতে শুক্রবার প্রথমবারের মতো ফেসবুক লাইভে আসেন শাবনূর।

প্রথমবার লাইভে এসেই হুশিয়ারি উচ্চারণ করেছেন নব্বইয়ের এই জনপ্রিয় নায়িকা। যারা ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউবে তার নামে ফেক আইডি চালু করেছেন তাদের বিরুদ্ধে এই সতর্ক বার্তা দিয়েছেন শাবনূর।

শাবনূর জানান, আমি দীর্ঘদিন ধরে শুনে আসছি, আমার নামে ফেসবুকে কে বা কারা নানান আইডি চালু রেখেছেন। আমার নাম ভাঙিয়ে টাকাপয়সা চাওয়াসহ নানা ধরনের অন্যায় কাজ করে আসছেন। এদিকে ইউটিউব চ্যানেল চালুর পর সেখানে আপলোড করা ভিডিও পোস্ট করে কপিরাইট করে নিচ্ছে তাদের মাধ্যমগুলো। আমার চ্যানেলের ভিডিও নিয়ে উল্টো আমাকেই কপিরাইট ক্লেইম দিচ্ছে! এই সব অসাধু ব্যক্তিকে আমি সতর্ক করে বলছি, আপনাদের বিরুদ্ধে শিগগিরই আমি আইনি পদক্ষেপ নেব। আগেভাগে বিষয়টা জানিয়ে দিলাম। পরে নাহয় বলবেন, আইনি পদক্ষেপ নেওয়ার আগে জানালাম না কেন? আমি আসলে আপনাদের ভালোবাসি। আপনারাও এই ভালোবাসার প্রতি শ্রদ্ধাশীল থাকবেন, সেটা আশা করতেই পারি।

লাইভে ভক্তদের সঙ্গে আধা ঘণ্টার বেশি সময় ধরে আড্ডা দেন শাবনূর। তিনি বলেন, অনেক দিন ধরেই ভাবছিলাম, একটা ইউটিউব চ্যানেল করব। শেষ পর্যন্ত করা হলো। এর আগে অফিশিয়াল ফেসবুক পেজও করেছি, ইনস্টাগ্রামেও আছি। আসলে এখন তো সবাই সামাজিক যোগাযোগমাধ্যমে সরব। এত দিন এসব মাধ্যমে না থাকার কারণে অনেকেই প্রশ্ন করেছেন, আমি কেন নেই। অনেকেই আমার আপডেট জানতে চাইতেন। তো এসব কারণেই সবার কাছাকাছি থাকতে আমিও সামাজিক যোগাযোগমাধ্যমে হাজির হলাম।

শাবনূর জানান, ফেসবুক লাইভে এসেছেন সবাইকে আসল শাবনূরের উপস্থিতি জানান দিতে। কেউ যাতে প্রতারিত না হন, সেটাই জানাতে।

লাইভে শাবনূরকে এক ভক্ত প্রশ্ন করেন, আপনি আবার সিনেমায় কাজ করবেন কি না, করলেও বাণিজ্যিক নাকি বিকল্প ধারার সিনেমায় কাজ করবেন?

জবাবে শাবনূর বলেন, যদি আমি মনে করি, ভালো সিনেমা হবে, আমার মতো করে গল্প কেউ বানাবে, আমি অভিনয় করতে স্বাচ্ছন্দ্যবোধ করব, তাহলে কাজ করতে চাই। আর দর্শক-বন্ধুরা, যারাই আমাকে বেশি ভালবাসেন, তারা চান আমি কীভাবে সিনেমা করলে ভালো হয়। আপনারা লিখেও অনেক সময় সেটা জানিয়েছেন। আমি আপনাদের মনোরঞ্জন করার চেষ্টা করব। আপনাদের যাতে ভালো লাগে, সেরকম কিছুই করার চেষ্টা করব। যদি ভাল গল্প পাই, অবশ্যই আমি কাজ করব।

আবেগী কণ্ঠে শাবনূর বলেন, আমাদের জীবনটা একটু অন্যরকম। আমাদের কারো না কারো অশান্তি আছে, দুঃখবোধ আছে, আমরা ব্যক্তিগত জীবনে অনেক দুঃখী। অনেক বিপর্যস্ত। তো এই জীবনে সবাই একটু বিনোদন চায়। আমি তো শিল্পী। আমি সব ধরনের সিনেমাতেই কাজ করতে চাই।