ভবানীপুর উপনির্বাচনে মমতা বিজয়ী

Published: 3 October 2021

পোস্ট ডেস্ক :


কলকাতার ভবানীপুর আসনে অনুষ্ঠিত উপনির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৫৮ হাজার ৮৩২ ভোটে বিজেপির প্রার্থী প্রিয়াঙ্কাকে হারিয়ে জয়ের হ্যাটট্রিক করলেন তিনি। এই জয়ের ফলে মুখ্যমন্ত্রী হিসেবে টিকে গেলেন তিনি।

দৈনিক আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, ফলাফল গণনায় ২০ রাউন্ড শেষে মমতার জয়ের ব্যবধান ৫৬ হাজার ৫৮৮ ভোট। এই রাউন্ডে তৃণমূল প্রার্থী মমতা পেয়েছেন ৮২ হাজার ৬৮ ভোট। প্রতিদ্বন্দ্বী বিজেপির প্রার্থী প্রিয়াঙ্কা পেয়েছেন ২৫ হাজার ৪৮০ ভোট। গত বৃহস্পতিবার ভবানীপুর আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। রোববার সকাল থেকে ভোটগণনা শুরু হয়। দুপুরে এই ফলাফল প্রকাশ করা হয়।

মমতার বিজয়ের ঘোষণার সঙ্গে সঙ্গে উল্লাসে ফেটে পড়েন তৃণমূলের কর্মী-সমর্থকরা।