করোনায় মৃত্যু: যুক্তরাষ্ট্রে ৭ লাখ ছাড়াল, ব্রাজিলে ৬ লাখ, ভারতে সাড়ে ৪ লাখ

Published: 3 October 2021

পোস্ট ডেস্ক :


যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস মহামারিতে মৃতের সংখ্যা ৭ লাখ ছাড়িয়েছে। করোনা বিষয়ে নিয়মিত তথ্য হালনাগাদ করা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্যানুযায়ী (রবিবার বিকেল চারটা), দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭ লাখ ১৯ হাজার ৬৭৪ জন মানুষ।

আক্রান্তের সংখ্যায়ও যুক্তরাষ্ট্র বিশ্বে এক নম্বর স্থানে রয়েছে। দেশটিতে প্রায় ৪ কোটি ৪৫ লাখ মানুষ করোনায় আক্রান্ত।

আক্রান্তের দিক থেকে তৃতীয় অবস্থানে (প্রায় ২ কোটি ১৫ লাখ) থাকা ব্রাজিলে প্রায় ৬ লাখ মানুষ
করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন (৫ লাখ ৯৭ হাজার ৭৪৯ জন)।

আক্রান্তের দিক থেকে দ্বিতীয় অবস্থানে (প্রায় ৩ কোটি ৩৯ লাখ) থাকা ভারতে প্রায় সাড়ে চার লাখ মানুষ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন (৪ লাখ ৪৮ হাজার ৮৪৬ জন)।

আক্রান্তের দিক থেকে ১৫ তম অবস্থানে (প্রায় ৩৭ লাখ) থাকা মেক্সিকো মৃত্যুর দিক থেকে সারা বিশ্বে চতুর্থ অবস্থানে রয়েছে। দেশটিতে প্রায় দুই লাখ ৭৯ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন (২ লাখ ৭৮ হাজার ৫৯০ জন)।

আক্রান্তের দিক থেকে পঞ্চম অবস্থানে (প্রায় ৭৬ লাখ) থাকা রাশিয়া মৃত্যুর দিক থেকে সারা বিশ্বে পঞ্চম অবস্থানে রয়েছে।

দেশটিতে প্রায় ২ লাখ ১০ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন (২ লাখ ৯ হাজার ৯১৮ জন)।