কাবুলে মসজিদে গুলি ও বিস্ফোরণ, নিহত অনেকে

Published: 3 October 2021

পোস্ট ডেস্ক :


আবারো সন্ত্রাসী হামলায় কেঁপে উঠলো আফগানিস্তানের রাজধানী। রোববার কাবুলের একটি মসজিদে ভয়াবহ বোমা বিস্ফোরিত হয়েছে। এতে কয়েকজন বেসামরিক মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে তালেবান। শহরের ঈদগাহ মসজিদের প্রবেশপথে ওই বিস্ফোরণটি ঘটে। এ খবর দিয়েছে আল-জাজিরা।

খবরে বলা হয়, হামলার কিছুক্ষণ আগেই রাস্তা আটকে দিয়েছিল তালেবান। তবে কারা এই হামলা চালিয়েছে তা এখনও স্পষ্ট নয়। কাছে থাকা এক দোকান মালিক বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, বোমা বিস্ফোরণের আগে সেখানে গোলাগুলিও হয়েছে। তালেবানের পক্ষ থেকে এখনও স্পষ্ট করে কিছু জানানো হয়নি।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইসলামিক স্টেটের জিহাদিরা এর সঙ্গে যুক্ত থাকতে পারে। তালেবান ক্ষমতা দখলের পর বিভিন্ন শহরে জিহাদিরা একাধিক হামলা চালিয়েছে। এসব হামলার টার্গেট করা হয় তালেবান সদস্যদের। মার্কিন সেনারা আফগানিস্তান ছাড়ার পরে এখন তালেবান ও ইসলামিক স্টেটের মধ্যে সংঘাত বাড়ছেই। দুই পক্ষই একে অন্যের অবস্থান লক্ষ্য করে হামলা চালাচ্ছে।