ক্যাথলিক চার্চ: ফ্রান্সে হাজার হাজার শিশুকামীর পরিচয় উন্মোচন

Published: 3 October 2021

পোস্ট ডেস্ক :


১৯৫০ সালের পর থেকে ফরাসি ক্যাথলিক চার্চগুলোতে হাজার হাজার পেডোফাইল বা ‘শিশুকামী’ সক্রিয় ছিল। এমনটাই দাবি করেছেন একটি স্বাধীন তদন্ত কমিশনের প্রধান জিন মার্ক সুভে। কয়েক দিনের মধ্যেই এ নিয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করতে যাচ্ছে কমিশন। জিন জানান, ২৯০০ থেকে ৩২০০ শিশুকামী পাদ্রিসহ চার্চের সদস্যদের উন্মোচন করেছে তাদের তদন্ত। আসল সংখ্যা এর থেকেও বেশি হতে পারে বলে মনে করেন তিনি।
আল-জাজিরার খবরে জানানো হয়েছে, গত আড়াই বছর ধরে তদন্ত করেছে কমিশনটি। মঙ্গলবার তদন্ত প্রতিবেদন প্রকাশ হওয়ার কথা রয়েছে। আদালত, পুলিশের নথি, ভিকটিম ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্যের ওপর ভিত্তি করে এই তদন্ত করা হয়েছে।

এই রিপোর্ট প্রায় ২৫০০ পাতার। এতে ভিকটিম ও অপরাধী উভয়ের উপস্থিতি রয়েছে। চার্চ কীভাবে পেডোফাইলদের অনুমোদন দিয়ে গেছে তার বর্ণনাও রয়েছে এই রিপোর্টে। এ ছাড়া ৪৫টি প্রস্তাবও দেয়া হয়েছে এতে। ২০১৮ সালে ফ্রেঞ্চ ক্যাথলিক চার্চ এই স্বাধীন কমিশনকে নিয়োগ দিয়েছিল তদন্ত করার জন্য। সে সময় ফরাসি চার্চের বেশকিছু কেলেঙ্কারি বিশ্বজুড়ে আলোচিত হয়েছিল।