শাহ শামীম আহমদের মাতা খালিকুন্নেসা বেগমের দাফন সম্পন্ন

Published: 3 October 2021

লণ্ডন, ২৭ সেপ্টেম্বর :

যুক্তরাজ্য আওয়ামী লীগের দপ্তর সম্পাদক, কবি, সাংবাদিক শাহ শামীম আহমদের মাতা খালিকুন্নেসা বেগম গত ২১ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১১.৪৫ মিনিটের সময় লণ্ডনের নিজ বাসায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল ৮০ বছর। মরহুমা’র জানাজার নামাজ গত ২৪ সেপ্টেম্বর, শুক্রবার বাদজুমা ব্রিকলেইন জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে।

এতে কমিউনিটির বিশিষ্টজন, রাজনীতিক, সাংবাদিক ও সাংস্কৃতিক জগতের বিপুল সংখ্যক লোক অংশ নেন। জানাজা শেষে মরহুমার মরদেহ পূর্ব লণ্ডনের হেইনলটের গার্ডেন অব পিসে দাফন করা হয়। এই মহিয়সী নারীর ৭ কন্যা যুক্তরাজ্যের লণ্ডন শহরে ৬ কন্যা ও ১ কন্যা বার্মিংহামে বসবাস করেন। তিনি ছিলেন স্বনামধন্য শিক্ষক ও শালিস ব্যক্তিত্ব মরহুম শাহ ইউসুফ আলীর সহধর্মিণী। একমাত্র পুত্র কবি, সাংবাদিক ও রাজনীতিক শাহ শামীম আহমদ। মরহুমা খালিকুন্নেসা ৭ সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন, নাতি নাতনি ও গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমার পুত্র শাহ শামীম আহমদ লণ্ডনের হনচার্চ এলাকার বাসিন্দা।পুত্রের কাছেই বসবাস করতেন তিনি। বিলেতে সাপ্তাহিক পত্রিকার কমিউনিটি সম্পাদক হিসেবে কর্মরত এবং যুক্তরাজ্য আওয়ামী লীগের দপ্তর সম্পদকের দায়িত্ব পালন করছেন। বাংলাদেশে সিলেট জেলার, বিশ্বনাথ উপজেলার ধর্মদার বিখ্যাত পীরবাড়ি তাদের বাড়ি।
এদিকে, ২০ সেপ্টেম্বর সোমবার, রাত ৮ ০০ টায় নিউক্যাসেলের একটি হাসপাতালে শাহ শামীম আহমদের শাশুড়ী দুলবি বেগম ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মাত্র ৮ ঘন্টার ব্যবধানে শাহ শামীম আহমদের মা ও শাশুড়ী ইন্তেকাল করলেন। নিউক্যাসল মসজিদে জানাজার নামাজ শেষে স্থানীয় গোরস্তানে মরহুমাকে সমাহিত করা হয়।
শাহ শামীম আহমদের মাতার মৃত্যুতে লণ্ডনবাংলা প্রেসক্লাব, সাপ্তাহিক পত্রিকা, যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাঈদা মুনা তাসনিম এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ বিলেতের বাঙালী কমিউনিটির বিভিন্ন মহল শোক জ্ঞাপন করেছেন। এছাড়া বর্তমানে সৌদী আরবে অবস্থানরত সিলেট-৩ আসনের নব নির্বাচিত এমপি হাবিবুর রহমান হাবিব মক্কা থেকে টেলিফোনে শাহ শামীম ও তাঁর পরিবারের প্রতি গভীর শোক জানিয়েছেন।

লণ্ডনবাংলা প্রেসক্লাব ও সাপ্তাহিক পত্রিকার শোক প্রকাশ
খালিকুন্নেসার ইন্তেকালে লণ্ডন বাংলা প্রেসক্লাবের পক্ষ থেকে সভাপতি মোহাম্মদ এমদাদুল হক চৌধুরী ও সেক্রেটারি মোহাম্মদ জুবায়ের ক্লাবের সদস্য শাহ শামীম ও তাঁর শোকসন্তপ্ত স্বজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছেন। এছাড়া প্রয়াত খালিকুন্নেসার রূহের মাগফেরাত কামনা করেছেন নেতৃবৃন্দ।

লণ্ডনের অন্যতম বাংলা সংবাদপত্র সাপ্তাহিক পত্রিকার পক্ষ থেকে প্রধান সম্পাদক মোহাম্মদ বেলাল আহমদ এক শোকবার্তায় প্রয়াতের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মরহুমার রূহের মাগফেরাত কামনা করেছেন।

হাইকমিশনারের শোক প্রকাশ
শাহ শামীম আহমদের মাতৃবিয়োগে লণ্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনার সাঈদা মুনা তাসনীম গভীর শোক প্রকাশ করেছেন। তিনি ফোন করে শাহ শামীম আহমেদকে সরাসরি শোক প্রকাশ করেন। বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে শোক ও সমবেদনা প্রকাশ ও মরহুমার রূহের মাগফেরাত কামনা করেন তিনি। সাঈদা মুনা তাসনীম মরহুমার পরিবারকে এই শোক কাটিয়ে ওঠার ধৈর্য্য ও শক্তি দানের জন্য মহান সৃষ্টিকর্তার কাছে দোয়া করেন। পরিবারের সকলের শান্তি কামনা করে তিনি শাহ শামীমকে বলেন, আমরা সব সময় আপনার পাশে আছি।

যুক্তরাজ্য আওয়ামী লীগের শোক
যুক্তরাজ্য আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শাহ শামীম আহমদের মাতা খালিকুন্নেসা ও শাশুড়ী দুলবি বেগমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুলতান মাহমুদ শরীফ ও সাধারণ সম্পাদক সাজিদুর রহমান ফারুক। নেতবৃন্দ এক বিবৃতিতে মরহুমা খালিকুন্নেসা ও দুলবি বেগমের পবিত্র আত্মার মাগফেরাত করেন ও শোকসন্তপ্ত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জানান।

বিভিন্ন মহলের শোক
যুক্তরাজ্য আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শাহ শামীম আহমেদের মাতার ইন্তেকালে শোক ও সমবেদনা জানিয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য নূরুল ইসলাম নাহিদ,বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, বিশ্বনাথ-ওসমানী নগরের সাবেক এমপি ও সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মোমিন চৌধুরী, বিয়ানীবাজার পৌরসভার মেয়র আবদুস শুকুর, ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরী ও ছাতক পৌরসভার সাবেক মেয়র শামীম চৌধুরীসহ বাংলাদেশ থেকে রাজনীতিক, সংস্কৃতিকর্মী ও সমাজকর্মীসহ অসংখ্য বিদগ্ধজন। এছাড়া যুক্তরাজ্য থেকে যুক্তরাজ্য আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব জালাল উদ্দিন, সহ সভাপতি হরমুজ আলী, এম এ রহিম সিআইপি, সৈয়দ মোজাম্মেল আলী, যুগ্ম সম্পাদক নইম উদ্দিন রিয়াজ, মারুফ চৌধুরী,আনোয়ারুজ্জামান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী,প্রবাসকল্যাণ বিষয়ক সম্পাদক আনসারুল হক, মানবাধিকার সম্পাদক সারব আলী, শিল্প ও বাণিজ্য সম্পাদক আসম মিসবাহ,আন্তর্জাতিক সম্পাদক কাওসার চৌধুরী, সহ দপ্তর সম্পাদক খসরুজ্জামান, সহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ অন্যান্য অঙ্গ সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ এবং কবি হামিদ মোহাম্মদসহ যুক্তরাজ্যে বসবাসকারী সাংবাদিক, কবি ও সাহিত্যিকবৃন্দ গভীর শোক প্রকাশ ও সমবেদনা জ্ঞাপন করছেন। তারা অনেকেই শাহ শামীম আহমদের পূর্ব লণ্ডনের বাড়িতে শোকগ্রস্ত শাহ শামীম আহমদের পাশে দীর্ঘ সময় অবস্থান করে শান্তনা দান ও সহমর্মিতা প্রকাশ করেন।

এছাড়া আরও শোক জানিয়েছেন আলজেরিয়ায় নিয়োজিত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ জুলকারনাইন, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার কাউন্সিলর আহবাব হোসেন, চ্যানেল এস টিভির চেয়ারম্যান আহমেদ উস সামাদ চৌধুরী জেপি, জালালাবাদ এসোসিয়েশন ইউকের সভাপতি মুহিবুর রহমান মুহিব, সাধারণ সম্পাদক আমিনুল হক জিল্লু, অনুপম নিউজ টোয়েন্টিফোরের প্রধান সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. মনির উদ্দিন চৌধুরী, বিসিএ’র সভাপতি এম এ মুনিম ও সেক্রেটারি জেনারেল মিটু চৌধুরী, লন্ডন মহানগর আওয়ামী লীগের সভাপতি নুরুল হক লালা মিয়া, সাধারণ সম্পাদক আলতাফুর রহমান মোজাহিদ, ইউরোপীয়ান প্রবাসী বাংলাদেশী এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির প্রেসিডেন্ট শাহনুর খান, বাংলাদেশ সেন্টারের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্স এর চিফ এডভাইজার শাহাগীর বক্ত ফারুক, এসএসবিএ’র চেয়ারম্যান, সিলেট সদর এসোসিয়েশনের সভাপতি আজিজ চৌধুরী, লণ্ডন ওয়েস্টমিনিস্টার বাংলাদেশী ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠাতা সভাপতি শাইস্তা মিয়া, জিএসসি সাউথ ইস্ট রিজিনের চেয়ারপার্সন মুহাম্মদ ইছবাহ উদ্দিন, ব্রিকলেন জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সাজ্জাদ মিয়া, সেক্রেটারি হেলাল উদ্দিন আলী, জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের সিনিয়র সহ সভাপতি এলকাছুর রহমান, জেনারেল সেক্রেটারি হাসান আহমেদ চুন্নু, হিউমেন রাইটস কমিশন ইউকের সভাপতি আব্দুল আহাদ চৌধুরী, সাধারণ সম্পাদক তারাউল ইসলাম, হিউম্যান রাইটস লণ্ডন শাখার সভাপতি জাহাঙ্গীর খান, ইউকে বিডি টিভির চেয়ারম্যান ও হৃদয়ে বঙ্গবন্ধু মেমোরিয়েল ফাউণ্ডেশন ইউকের সভাপতি মোহাম্মদ মকিস মনসুর, যুক্তরাজ্য বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা লোকমান হোসেন, সাধারণ সম্পাদক আলিমুজ্জামান,বার্মিংহাম আওয়ামী লীগের সভাপতি কবির উদ্দিন, সাধারণ সম্পাদক মাহবুব আলম চৌধুরী মাখন, লন্ডন বাংলা ফাউন্ডেশনের প্রেসিডেন্ট জুবায়ের আহমদ, সেক্রেটারী সারওয়ার কবির, নিরাপদ সড়ক চাই যুক্তরাজ্যের সভাপতি সেলিম চৌধুরী ও সাধারণ সম্পাদক মুহিব উদ্দিন চৌধুরী, এসেক্স আওয়ামী লীগের সভাপতি কয়েস চৌধুরী ও সাধারণ সম্পাদক মোহাম্মেদ নাজিমুদ্দিন, বাংলাদেশ এসোসিয়েশন ব্রিস্টল বাথ এণ্ড ওয়েস্টের প্রেসিডেন্ট ফখরুল আলী, উদীচী শিল্পগোষ্ঠী ইউকে সংসদের সহ সভাপতি শেখ নুরুল ইসলাম ও ট্রেজারার হেলেন ইসলাম, নরউইচ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মহব্বত শেখ, ইপসুইচ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল লেইচ, লুটন যুবলীগের সভাপতি মজনু মিয়া, বিশ্বনাথ ইউনাইটেড কাউন্সিলের সভাপতি মো. আজম খান ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী মজনু, আল ইসলাহ গ্রেটার লণ্ডন ডিভিশনের ভাইস প্রেসিডেন্ট মাওলানা মো. আব্দুল কুদ্দুছ, হিউম্যান এইড ইউকের ফাউণ্ডার চেয়ারম্যান মুহিদুর রহমান মুহিদ, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ মানিক, ম্যানচেষ্টার আওয়ামী লীগের সভাপতি সুরাবুর রহমান, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, নর্থ ওয়েলস আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক লুকমান মিয়া, বৃন্দাবন কলেজ এলামনাই এসোসিয়েশন ইউকের সভাপতি এ রহমান অলি, পলাশ সেবা ট্রাস্টের চেয়ারম্যান শেখ ফারুক আহমেদ, মারুফ আহমেদ, মিল্টন কিনস আওয়ামী লীগের সহ সভাপতি কাজী জহিরুল ইসলাম, কমিউনিটি নেতা মোহাম্মদ তালিব আলী, কমিউনিটি নেতা ইসলাম উদ্দিন, কবি আমিনুর রশিদ ও বিশিষ্ট ব্যবসায়ী আবুল খায়ের।
শাহ শামীম আহমেদ তাঁর মায়ের রূহের মাগফেরাতের জন্য সকলের দোয়া কামনা করেছেন।