ফুট ওভারব্রিজের নিচে আটকে গেল বিমান

Published: 3 October 2021

পোস্ট ডেস্ক :


বিমানের কারবার বিমানবন্দর আর আকাশে। অন্যদিকে নিরাপদে রাস্তা পার হওয়ার জন্য ফুটওভার ব্রিজ ব্যবহার করেন পথচারীরা। তাই ফুট ওভারব্রিজের সঙ্গে কোনো ভাবেই বিমানের যোগসূত্র নেই। কিন্তু সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিও দেখে অনেকেই ধাঁধাঁয় পড়ে গেছেন।

রোববার একটি আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের সরকারি বিমানসংস্থা এয়ার ইন্ডিয়ার একটি বিশাল যাত্রীবাহী বিমান দিল্লি বিমানবন্দরের কাছে একটি ফুট ওভার নিচে আটকা পড়ে।

ভাইরাল ভিডিওতে দেখা গেছে, আটকা পড়া বিমানের পাশ দিয়ে ছুটে যাচ্ছে যানবাহন।

অবশ্য বিমান আটকা পড়ার রহস্য খোলাসা করেছেে এয়ার ইন্ডিয়া। সংস্থাটি জানায়, বিমানটি অনেক দিন ধরে অকেজো। তাই অকেজো বিমানটিকে বিক্রি করে দেওয়া হয়েছে। বিমানবন্দর থেকে সরানোর সময় বিমানটি ওই ফুট ওভারব্রিজের নিচে আটকা পড়ে।

বিমানটির পাখা খুলে শুধু কাঠামোটি সরানো হচ্ছিল বলে এয়ার ইন্ডিয়া জানিয়েছে।