ইতালির মিলানে উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৮ নিহত

Published: 3 October 2021

আব্দুল বাছিত দলই :


ইতালির মিলান শহরের কাছে একটি খালি ভবনের ওপর ব্যক্তিগত উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে আটজন নিহত হয়েছেন। আজ রোববার এ দুর্ঘটনা ঘটে। পুলিশ বলছে, নিহত ব্যক্তিরা উড়োজাহাজের যাত্রী ছিলেন।

ঘটনায় প্রত্যক্ষদর্শীরা জানান ,মিলানের লিনাতে সিটি বিমানবন্দর থেকে উড়োজাহাজটি সার্দিনিয়া দ্বীপের উদ্দেশে যাত্রা করেছিল। পরে উড়োজাহাজটি শহরের সানদনাতো মেট্রো স্টেশনের কাছে বিধ্বস্ত হয়। উড়োজাহাজটি একটি দোতলা ভবনের ওপর পড়লে স্থানীয় ব্যক্তিরা বিস্ফোরণের শব্দ শুনতে পান। এ ঘটনার সময় ভবনটি খালি ছিল।

এসময় ভবনের পাশের রাস্তার দাঁড় করিয়ে রাখা কয়েকটি গাড়িতেও আগুন লেগে যায়। ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। বিমান বিধ্বস্তের কারণ সম্পর্কে এখনও নিশ্চিতভাবে কিছুই জানাতে পারেনি কর্তৃপক্ষ। তাদের ধারণা, যান্ত্রিক ত্রুটির কারণেই ঘটেছে এ দুর্ঘটনা। নিহতদের পরিচয় জানা যায়নি এখনও।