ঢাকা-সিলেট করিডোর সড়ক উন্নয়নসহ দুটি প্রকল্পে ৫৫২৫ কোটি টাকা ঋণ দিচ্ছে এডিবি

Published: 4 October 2021

বিশেষ সংবাদদাতা :


এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে বাস্তবায়নাধীন দুটি চলমান প্রকল্পে মোট ৬৫ কোটি ডলার ঋণ দেবে সংস্থাটি। বর্তমান বিনিময় হার অনুযায়ী বাংলাদেশি মুদ্রায় যা পাঁচ হাজার ৫২৫ কোটি টাকা। এ বিষয়ে বাংলাদেশ সরকার ও এডিবির মধ্যে দুটি চুক্তি সই হয়েছে। সোমবার রাজধানীর সোনারগাঁও হোটেলে বিষয়ে ঋণ চুক্তি সই হয়েছে। অনুষ্ঠানে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এবং এডিবির বিদায়ী কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ ও নবনিযুক্ত কান্ট্রি ডিরেক্টর এডিমন গিন্টিং, অর্থ বিভাগের সিনিয়র সচিব আব্দুর রউফ তালুকদার, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ফাতিমা ইয়াসমিন এবং বাংলাদেশ সরকার ও এডিবির উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ফাতিমা ইয়াসমিন ও এডিবি’র পক্ষে মনমোহন প্রকাশ চুক্তিতে সই করেন। প্রথম চুক্তির আওতায় ‘সাসটেনাবল ইকোনমিক রিকভারি প্রোগ্রাম-সাবপ্রোগ্রাম-১’ শীর্ষক প্রকল্প বাস্তবায়নের জন্য ২৫ কোটি ডলার এবং ‘সাসেক ঢাকা-সিলেট করিডোর সড়ক উন্নয়ন’ প্রকল্পের জন্য ৪০ কোটি ডলার ঋণ দেবে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের কর্মকর্তারা জানান, পাঁচ বছর গ্রেস পিরিয়ডসহ ২৫ বছরে পরিশোধযোগ্য এই ঋণের সুদ হার হবে লন্ডন আন্তর্জাতিক ব্যাংক লেনদেনের সুদ হার (লাইবার) ও তার সঙ্গে অতিরিক্ত ০.৫০ শতাংশ।

তারা আরও জানান, সাসটেইনেবল ইকোনোমিক প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে সরকারি আর্থিক ব্যবস্থাপনা শক্তিশালীকরণ এবং সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য আর্থিক সেবা সহজ করা। এ ছাড়া ঢাকা-সিলেট করিডোর প্রকল্পের আওতায় বিদ্যমান ২ লেন থেকে ৪ লেন মহাসড়কে উন্নীত করা। এর ফলে এশিয়ান হাইওয়ে নেটওয়ার্ক, বিমসটেক করিডোর, সার্ক করিডোরসহ আঞ্চলিক কানেকটিভিটি শক্তিশালীর মাধ্যমে সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন করা। প্রকল্পটি বাস্তবায়ন হলে দেশের উত্তর পূর্বাঞ্চলের জেলাগুলোর সঙ্গে রাজধানীর সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সম্ভব হবে এবং ভ্রমণ সময় প্রায় ২ ঘণ্টা কমে আসবে। এডিবি বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন সহযোগী। বাংলাদেশ ১৯৭৩ সালে এর সদস্যপদ লাভ করার পর থেকে এ সংস্থা তাদের আর্থিক সহায়তার একটি বড় অংশ বাংলাদেশকে দিয়ে আসছে। এডিবি এ পর্যন্ত বাংলাদেশ সরকারকে ২৬.৬১ বিলিয়ন ডলারের ঋণ সহায়তা এবং ১.০৫৩ বিলিয়ন ডলারের অনুদান সহায়তা দিয়েছে। বাংলাদেশে উন্নয়ন সহায়তার ক্ষেত্রে এডিবি বিদ্যুৎ, জ্বালানি, পরিবহন, শিক্ষা, স্থানীয় সরকার, কৃষি, পানি সম্পদ এবং সুশাসন খাতকে প্রাধান্য দেয়।