সুদানে সেনা অভিযানে ৪ আইএস জিহাদি নিহত

Published: 5 October 2021

পোস্ট ডেস্ক :


অভিযান চালিয়ে ইসলামিক স্টেটের ৪ জিহাদিকে হত্যা করেছে সুদানের সেনারা। রাজধানী খারতুমে সোমবার রাতে ওই অভিযান চালানো হয়। দেশটির গোয়েন্দা সংস্থা থেকে জানানো হয়েছে, অভিযানে এক সেনা সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৩ সেনা। গ্রেপ্তার করা হয়েছে অন্তত ৩ ‘সন্ত্রাসীকে’। এ খবর দিয়েছে আল-জাজিরা।

সুদানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সুনা রিপোর্ট করেছে, সেনারা ঘটনাস্থলে পৌঁছালে গুলি চালাতে শুরু করে আইএস জিহাদিরা। হামলায় ব্যবহার করা হয় অ্যাসল্ট রাইফেল, গ্রেনেড ও আরপিজি। এরপরই পাল্টা হামলা চালায় সেনারা।

প্রত্যক্ষদর্শীরাও জানিয়েছেন, তারা সেনাবাহিনীকে একটি আবাসিক ভবনে থাকা সশস্ত্র ব্যাক্তিদের সঙ্গে লড়াই করতে দেখেছেন। এসময় প্রধান সড়ক বন্ধ করে দেয়া হয়েছিল।

এর আগে গত মঙ্গলবার সুদানের জাবরা জেলায় ইসলামিক স্টেটের জিহাদিদের হামলায় ৫ সেনা সদস্য নিহত ও ৬ সদস্য আহত হয়েছিল। এরপরই অভিযান জোরদার করে সুদান। অভিযানে বিভিন্ন দেশের ১১ নাগরিককে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।