রংপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

Published: 5 October 2021
রংপুর প্রতিনিধি :
বৈষম্য হীন শিক্ষা চাই, শিক্ষা ব্যবস্হার জাতীয় করণ চাই শ্লোগান কে সামনে রেখে রংপুরে বিশ্ব শিক্ষক দিবস-২০২১ পালিত হয়েছে।
মঙ্গলবার (৫ অক্টোবর) সকালে রংপুরে বিশ্ব শিক্ষক দিবস-২০২১ উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়। বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস) জেলা ও মহানগর কমিটি রংপুর এর উদ্যোগে কর্মসূচির মধ্যে ছিলো রংপুর প্রেসক্লাব চত্বরে অবস্থান, অতঃপর প্রেসক্লাব হতে বিশ্ব শিক্ষক দিবসের একটি শোভাযাত্রা মূল মূল সড়ক প্রদক্ষিণ করে রংপুর টাউনহলে এসে শেষ হয়।
 শেষে টাউনহল সংলগ্ন শিল্পকলা একাডেমি ২য় তলায় হলরুমে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত কর্মসূচিতে বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস) জেলা শাখার সভাপতি কারমাইকেল কলেজিয়েট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল ওয়াহেদ মিঞা, সাধারণ সম্পাদক, রংপুর পায়রাবন্দ সরকারি বেগম রোকেয়া  স্মৃতি কলেজের অধ্যাপক রওশানুল কাওছার সংগ্রাম, মহানগর কমিটির সভাপতি দর্শনা বি এন কলেজের
অধ্যাপক নাবিব হোসেন লাবলু, সাধারণ সম্পাদক  লালকুটি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আঃ রউফ সরকার, অধ্যক্ষ নাহিদা ইয়াসমিন, অধ্যক্ষ শরিফুজ্জামান বুলু, অধ্যক্ষ শাহ রেজাউল ইসলাম,অধ্যক্ষ জাহানারা বেগম সহ বিভিন্ন স্কুল এন্ড কলেজের শিক্ষকবৃন্দরা উপস্থিত ছিলেন।