তাইওয়ান-চীন উত্তেজনা

Published: 6 October 2021

পোস্ট ডেস্ক :


৪০ বছরেরও বেশি সময়ের মধ্যে চীনের সঙ্গে তাইওয়ানের সম্পর্কে উত্তেজনা সবচেয়ে খারাপ পর্যায়ে পৌঁছেছে বলে মন্তব্য করেছেন তাইওয়ানের প্রতিরক্ষামন্ত্রী চিউ কুও-চেং। চীনের রেকর্ড সংখ্যক যুদ্ধবিমান দ্বীপরাষ্ট্র তাইওয়ানের বিমান প্রতিরক্ষা জোনে (এআইডিজেড) প্রবেশ করার পর বুধবার এমন ক্ষুব্ধ মন্তব্য করলেন মন্ত্রী।

এ খবর দিয়ে বার্তা সংস্থা রয়টার্স বলেছে, চীনের সামরিক যুদ্ধবিমান বার বার তাইওয়ানের বিমান প্রতিরক্ষা জোনে প্রবেশ করার পর তাইপে এবং বেইজিংয়ের মধ্যে উত্তেজনা নতুন করে বৃদ্ধি পেয়েছে। তাইওয়ানকে নিজেদের দ্বীপ এবং নিজস্ব ভূখ- বলে মনে করে চীন। পক্ষান্তরে তাইওয়ান নিজেদেরকে স্বাধীন, সার্বভৌম রাষ্ট্র হিসেবে দাবি করে।

গত শুক্রবার থেকে শুরু করে চারদিনে তাইওয়ানের বিমান প্রতিরক্ষা জোনে চীনের বিমান বাহিনীর প্রায় ১৫০টি যুদ্ধবিমান প্রবেশ করে বা এর খুব কাছ দিয়ে উড়ে যায়। এর মধ্য দিয়ে তাইওয়ানকে অব্যাহতভাবে চীন হয়রান করছে বলে তাইপের অভিযোগ। দেশটির পার্লামেন্টে চীনের এই সামরিক আগ্রাসন নিয়ে একজন আইনপ্রণেতা বা এমপি প্রশ্ন করেন প্রতিরক্ষামন্ত্রী চিউ কুও-চেং’কে।