মানুষের পেটে এক কেজিরও বেশি লোহালক্কর!

Published: 6 October 2021

পোস্ট ডেস্ক :


অবিশ্বাস্য! চমকে যাওয়ার মতো খবর! এতদিন মানুষের পেট থেকে অপসারণ করা হয়েছে টিউমার, সিস্ট। কিন্তু লিথুয়ানিয়ায় একজন রোগীর পেট থেকে চিকিৎসকরা বের করে এনেছেন এক কেজিরও বেশি লোহালক্কর। এমন খবর বিশ্বাস হওয়ার কথা নয়। কিন্তু একেবারে নির্ভেজাল সত্য খবর এটি। ওই রোগীর পেট থেকে উদ্ধার করা বস্তুর মধ্যে রয়েছে ছোটবড় পেরেক, বল্টু, স্ক্রু, ছুরি। ওই ব্যক্তি খুব মদ পান করতেন। কিন্তু তা ছেড়ে দেয়ার পর নেশা হিসেবে বেছে নেন ধাতব বস্তু। শুরু করেন সেগুলো গেলা।

লন্ডনের ডেইলি মেইল বলছে, তার পরিচয় প্রকাশ করা হয়নি। সম্প্রতি পেটে ভয়াবহ ব্যথা নিয়ে তিনি ভর্তি হন লিথুয়ানিয়ার ক্লাইেপেদা শহরের ক্লাইপেদা হাসপাতালে। সেখানে চিকিৎসকরা এক্সরে করেন। ফিল্মের দিকে তাকিয়ে তো তাদের চোখ আকাশে উঠার অবস্থা। দেখতে পেলেন পাকস্থলি ভর্তি লোহালক্কর। তার মধ্যে রয়েছে চার ইঞ্চি পর্যন্ত নেইল বা পেরেক। মানুষের দেহের ভিতরে অন্য বস্তুর উপস্থিতি অসাধারণ বা অদ্ভুত কিছু না। কিন্তু এক্ষেত্রে চিকিৎসকরা এ ঘটনাকে বর্ণনা করেছেন ‘অদ্বিতীয়’ হিসেবে। কারণ, ওই ব্যক্তির পাকস্থলিতে যে পরিমাণ বস্তু পাওয়া গেছে, তা বিপুল।
তিন ঘন্টা অপারেশন করে এসব ধাতব বস্তু সফলভাবে অপসারণ করেছেন চিকিৎসকরা। সার্জন সারুনাস দাইলিদেনা বলেছেন, এক্সরে নিয়ন্ত্রিত তিন ঘন্টার অপারেশনে পাকস্থলি থেকে সব ধাতব বস্তু এবং অন্য জিনিস অপসরণ করা হয়েছে। ক্লাইপেদা হাসপাতালের প্রধান সার্জন অলতিরদাস স্পেপাভিসিয়াস বলেছেন, এর আগে আমরা এমন ঘটনা আর কখনো দেখিনি। এই ব্যক্তি মাদক পান বন্ধ করার পর এসব ধাতব বস্তু গিলেছেন। অপারেশনের পর তিনি এখন স্থিতিশীল অবস্থায় আছেন এবং সুস্থ হয়ে উঠছেন। তাকে মানসিক সহযোগিতা দেয়া হচ্ছে।