১৪ থেকে ১৭ অক্টোবর স্লাউ ক্রিকেট ক্লাবে
আড্ডার অয়োজনে এবারের দুর্গাপুজো

Published: 7 October 2021

স্টাফ রিপোর্টার :

আড্ডা স্লাউ শহর ভিত্তিক, UK এর অন্যতম বৃহৎ বাঙালী ও ভারতীয় সংগঠন, ২০১২ সালে স্থাপিত আড্ডা তার বড় ও চিত্তাকর্ষক দুর্গাপুজা ,কালীপুজা, সরস্বতী পুজা, জলসা অনুষ্ঠান এবং খেলাধুলার জন্য বিখ্যাত। আড্ডা ভারতের বিভিন্ন সংগঠনের সাথে ঘনিষ্ট সম্পর্ক রেখে সাংস্কৃতিক ও সামাজিক আদান প্রদানের কাজ করে। ২০১৯ সালে আড্ডার দুর্গাপুজো খুবই জনপ্রিয়তা লাভ করে বিলেতে, প্রথম প্যান্ডেলে ও থিম পুজোর সঙ্গে থাকে খোলা স্লাউ ক্রিকেট মাঠে বন্ধু মিলনী ও দারুণ খাবার দাবারের জন্য।

আড্ডা পুজো কেবল একটি পুজোই নয়, আড্ডা প্রবাসী ও বিলেতে বাঙালী সংস্কৃতিতে নতুন অগ্রদূত (trend setter). সেই ধারা বজায় রেখে এবার আড্ডার পুজো আনতে চলেছে Adda Gate of Joy এবং চন্দননগরের মতো আলোকসজ্জা।

২০২০ সালে কোভিড ও আম্ফান পরিস্থিতিতে আড্ডা সুন্দরবনের পাশে দাঁড়ায় সাহায্যের হাত বাড়িয়ে ও ত্রাণে। সেই ধারা বজায় রেখে বাংলা নাটক ডট কমের সহযোগিতায় আড্ডা বর্ধমানের অগ্রদ্বীপের কাঠের পুতুল শিল্পীদের সঙ্গে বানাচ্ছে অপূর্ব Adda Gate Joy, কাঠের এই পুতুল সজ্জিত অপরূপ দরজা শুধু বাইরের দুনিয়ায় বাংলার লোক শিল্পকে জনপ্রিয় করবে না এটা কোভিডে ভারাক্রান্ত লোকশিল্পে কিছু কাজও এনে দেবে। আড্ডার সদস্য প্রসেনজিৎ ভট্টচার্য্য, চন্দন দে, এষা চক্রবর্তী ও বাংলা নাটকের শিল্পী মানস আচার্য্য এর বাস্তব রূপ দিয়েছেন।

আড্ডা প্যান্ডেলের পর আলোকসজ্জাকে এনে লন্ডনের পুজোকে চন্দননগরের আমেজ দিতে চেয়েছে। আলোকসজ্জাকে বাস্তব রূপ দিতে চলেছেনআড্ডা সদস্য নীলোৎপল মন্ডল ও প্রদ্যুম্ন দত্ত। দুটো নতুন উদ্যোগই বিলেতের বাংলা সমাজে এক উদ্দীপনার সৃষ্টি করেছে ফলে আড্ডা পুজো আগ্রহ চারিদিকে।

2019 এর পুজোর বিজয়াতে আড্ডা এনেছিল বিখ্যাত বলিউড গায়ক জুবিন গর্গকে । 2020 তে কোভিডের জন্য আড্ডা পুজো করতে পারেনি কিন্তু দুটি online virtual concert আয়োজন করে প্রথমটি চন্দ্রবিন্দু ব্যান্ড আর দ্বিতীয়টি ক্যাকটাসের সঙ্গে। এবারে বিজয়ার অনুষ্ঠানে আড্ডা আনছে আরেকজন বলিউড গায়ক তাজকে (Taz of Stereo Nation) যাতে প্রবল লোক সমাগম হতে চলেছে। আয়োজনের সহযোগিতায় থাকছে আড্ডা সদস্য ঐন্দ্রিলা, লহরী, ঋত্ত্বিকা, সম্রাট, মিতুল, অরিত্র, সোমনাথ প্রমুখরা।

আড্ডা শুধু বাংলা নয় সমস্ত ভারতীয় জাতি ও সম্প্রদায়ের মধ্যে কাজ করে থাকে তাই বিজয়ার অনুষ্ঠানে পান্জাবী ছাড়াও বিপুল পরিমাণ গুজরাটি সম্প্রদায়ও আসছেন তাদের বিখ্যাত ডান্ডিয়া প্রদর্শন করার জন্য।

গতবারের মতো এবারেও আড্ডা সুস্বাদু খাবারের ধারা বজায় রাখবে পরিবেশনায় থাকছে Gully Foods আর Indian street food corner.