আনুশকার ডিএনএ রিপোর্টে ধর্ষণের আলামত

Published: 7 October 2021

বিশেষ সংবাদদাতা :

রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত ইংলিশ মিডিয়াম স্কুল মাস্টারমাইন্ডের ‘ও’ লেভেলের শিক্ষার্থী আনুশকা নূর আমিনের ডিএনএ রিপোর্টে তাকে ধর্ষণ এবং ফরেনবডি ব্যবহারের প্রমাণ মিলেছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের সাবেক প্রধান ডা. সোহেল মাহমুদ আনুশকার রিপোর্ট জমা দেয়ার বিষয়ে ইতোমধ্যে কথা বলেছেন।

মিটফোর্ড হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান সোহেল মাহমুদ গণমাধ্যমকে বলেন, আনুশকা নূরের ডিএনএ রিপোর্ট ইতোমধ্যে জমা দেয়া হয়েছে। সেখানে তাকে ধর্ষণের আলামত মিলেছে এবং পাশাপাশি তার শরীরে ফরেনবডি ব্যহবারের আলামত পাওয়া গেছে।

এ বিষয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআইয়ের উপ পরিদর্শক এবং মামলার তদন্ত কর্মকর্তা খালিদ সাইফুল্লাহ বলেন, মামলার তদন্তের স্বার্থে ডিএনএ রিপোর্টের বিষয়ে মন্তব্য করতে চাই না। মামলার তদন্ত কার্যক্রম প্রায় শেষের দিকে।

খুব শীগ্রই তদন্ত প্রতিবেদন জমা দেয়া হবে। এ বিষয়ে আনুশকার পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করতে একাধিকবার চেষ্টা করলেও মুঠোফোনে তাদের পাওয়া যায়নি।