রোমানিয়ায় বাংলাদেশিসহ ১৫ নাগরিক আটক

Published: 7 October 2021

পোস্ট ডেস্ক :


রোমানিয়ার পশ্চিমাঞ্চলীয় সীমান্তে ট্রাকের ভিতর লুকিয়ে সীমান্ত অতিক্রমকালে বাংলাদেশি, ভারতীয় ও আফগানিস্তানের ১৫ অভিবাসীকে আটক করা হয়েছে। এসব অভিবাসী সীমান্ত অতিক্রম করে হাঙ্গেরি যাওয়ার চেষ্টা করেছিলেন। তারা তিনটি ট্রাকে বিভিন্ন পণ্যের ভিতর লুকিয়ে সীমান্ত অতিক্রম করার চেষ্টা করেন। আরাড বর্ডার পুলিশ বুধবার এ কথা নিশ্চিত করেছে। রোমানিয়ার অনলাইন স্টিরেপেসুরস এ খবর দিয়েছে। পুলিশ বলেছে, রোমানিয়ার একজন ট্রাকচালক তার ট্রাক নিয়ে ভারস্যান্ড বর্ডার ক্রসিং পয়েন্ট অতিক্রম করছিলেন। তিনি ট্রাকে করে মোটর যানের তেল স্লোভাকিয়া নিয়ে যাচ্ছিলেন। তার ওই পণ্যের ফাঁকে আবিষ্কার করা হয় চার বিদেশিকে।

তাদেরকে সেখান থেকে তুলে পুলিশের সদর দপ্তরে তদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ নিশ্চিত হয়েছে এই চার বিদেশি হলেন আফগানিস্তানের নাগরিক। তাদের বয়স ১৬ থেকে ১৮ বছরের মধ্যে। অন্যদিকে রাডল্যাক টু ক্রসিং পয়েন্ট দিয়ে দুটি ট্রাক চালিয়ে নিতে থাকেন রোমানিয়ার দুই নাগরিক। তারা জার্মানি ও ইতালিতে অটো পার্টস ও মোটর যানের বিভিন্ন যন্ত্রাংশ নিয়ে যাচ্ছিলেন। তাদের ট্রাকে পাওয়া গেছে ১১ জন অভিবাসী। জিজ্ঞাসাবাদে সীমান্ত পুলিশ নিশ্চিত হয়েছে এর মধ্যে রয়েছেন বাংলাদেশ, ভারত ও আফগানিস্তানের অভিবাসী। তাদের বয়স ১৫ থেকে ৩৫ বছরের মধ্যে।