ইতালিতে ১২ ঘণ্টায় ২৯ ইঞ্চি বৃষ্টি

Published: 8 October 2021

পোস্ট ডেস্ক :


ইতালিতে চলতি সপ্তাহের শুরুতে ১২ ঘণ্টায় ২৯ ইঞ্চির বেশি বৃষ্টিপাত হয়েছে। এতে করে ইউরোপে অধিক বৃষ্টির যে রেকর্ড ছিল তা ভেঙে গেছে। নতুন করে রেকর্ড হয়েছে ইতালির এই বৃষ্টিপাতের ঘটনা।

সংবাদমাধ্যম ইনডিপেন্ডেন্ট এক প্রতিবেদনে বলছে, চরম ভাবাপন্ন আবহাওয়া বন্যা এবং ভূমিধসের কারণ। এর ফলে উত্তর-পশ্চিমে সাভোনা শহরের কাছে কুইলিয়ানোতে একটি সেতু ভেঙে পড়েছে।

জানা গেছে, এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফ্লাডলিস্ট ওয়েবসাইট বলছে, ইরো নদী পন্টিনভেরিয়ার এলাকা, কায়রো মন্টেনোটে যখন বারমুডা এবং লেটিমব্রো যখন সাভোনা প্লাবিত করে, তখন রেড অ্যালার্ট জারি করা হয়েছিল।

অতিবৃষ্টির জেরে বহু মানুষকে তাদের বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে। অন্যদের অবশ্য বলা হয়েছে, তারা যেন বাড়ির ভেতরে অবস্থান করে।