যারা সাইবারক্রাইম চালাচ্ছে তাদের বিচার হবে -জুড়ীতে স্বরাষ্ট্র মন্ত্রী

Published: 9 October 2021

মোঃ তাজুল ইসলাম, জুড়ী থেকে:


মৌলভীবাজারের জুড়ী থানার নবনির্মিত ভবনের ফলক উম্মোচন উদ্বোধনী অনুষ্ঠানে স্বরাস্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল
সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, বিদেশে বসে যারা সাইবারক্রাইম চালাচ্ছে এগুলো আমাদের দৃষ্টিগোচর হচ্ছে তারা যদি আমাদের দেশের সিটিজেন হয়ে থাকে তাহলে আমাদের দেশের আইন অনুযায়ী তাদের বিচার অবশ্যই করা হবে । ১২ বছর আগের পুলিশ আর এখনকার পুলিশের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। এখনকার পুলিশ জাতির জনকের স্বপ্নের পুলিশ। জনগণের সেবা দেওয়া,জঙ্গিবাদ দমন করা,মাদক নির্মূলে কাজ করে পুলিশ এখন জনগণের বন্ধু হিসেবে পরিচিতি পেয়েছে। তিনি আরও বলেন, পুলিশের অস্ত্র দিয়েই আমরা অনেক মুক্তিযুদ্ধা প্রথমে যুদ্ধে অংশগ্রহণ করি।এ কারনে স্বাধীনতা সংগ্রামে এই পুলিশ বাহিনীর অপরিসীম ভূমিকা রয়েছে।

শনিবার ৯ অক্টোবর জুড়ী থানার নবনির্মিত ভবনের ফলক উম্মোচন শেষে বেলা ১ টার দিকে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়ার সভাপতিত্বে ও অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন কুমার রায়ের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নবনির্মিত আধুনিক থানা কমপ্লেক্স ভবনের শুভ উদ্বোধন করের স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, বিশেষ অতিথির বক্তব্য রাখেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন (এমপি), মৌলভীবাজার-৩ সংসদ সদস্য নেছার আহমদ (এমপি), মৌলভীবাজার-হবিগঞ্জ জেলার সংরক্ষিত আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন (এমপি), সিলেট রেঞ্জ ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ পিপিএম, সিলেট পুলিশ কমিশনার, এসএমপি মোঃ নিশারুল আরিফ, মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, জেলা পরিষদ চেয়ারম্যান ও মৌলভীবাজার জেলা আওয়ামীলীগ সেক্রেটারী মিছবাহুর রহমান, জুড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক, জুড়ী উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা বদরুল হোসেন, জুড়ী উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানা।

উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক উপকমিটির সদস্য এস এম জাকির হোসাইন, মৌলভীবাজার জেলার পৌর মেয়র ফজলুর রহমান, বড়লেখা উপজেলা পরিষদ চেয়ারম্যান সুয়েব আহমদ, বড়লেখা পৌর চেয়ারম্যান কামরান আহমদ চৌধুরী, জুড়ী উপজেলা আওয়ামীগ সাধারণ সম্পাদক মাসুক আহমদ সহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

স্বরাষ্ট্র মন্ত্রী আরও বলেন, আমি শাহাব উদ্দিন ভাইয়ের এলাকায় যতবার এসেছি ততবার’ই মনে হয়েছে আমি আরও কিছুক্ষণ থেকে যাই। তিনি যেমন ভালো মানুষ ঠিক এখানকার প্রকৃতি ঠিক সেইরকম।সম্ভাবনাময় দেশ এই মৌলভীবাজার। যারাই এখানে পুলিশের দায়িত্ব এসেছেন তারা সবাই এই এলাকাকে ভালোবেসেছেন।

উল্লেখ্য যে, বিভাগের ১০১টি থানা ভবন টাইপ প্ল্যানে নির্মাণ’ শীর্ষক প্রকল্পের আওতায় ২০১৬ সালের ২৯ নভেম্বর জুড়ী থানা ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি। সরকারের গণপূর্ত অধিদপ্তর ৭ কোটি ৩৭ লাখ টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করা হয়।