মাধবপুরে নির্মাণ শ্রমিকের মৃত্যু
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি :
হবিগঞ্জের মাধবপুরে বাদশা কোম্পানির(পাওনিয়ার ডেনিম)নির্মাণ কাজের স্টিলের কাজ করার সময় উপড় থেকে পড়ে গিয়ে সোহেল মিয়া(২৮)নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
নিহত সোহেল মিয়া নেত্রকোনা জেলার বড়ধলা উপজেলার বিষমপুর গ্রামের আব্দুস সামোদ এর ছেলে।নিহতের ভাই খাইরুল মিয়া জানান,(০৯ অক্টোবর)শনিবার দুপুরে বাদশা কোম্পানিতে স্টিলের কাজ করার সময় আনুমানিক ৪০ ফুট উপর থেকে হঠাৎ পা পিছলিয়ে পড়ে গিয়ে মাথায় আঘাত পায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক অদিতি রায় তাকে মৃত ঘোষণা করেন।তিনি বলেন মাথায় আঘাত পেয়ে অতিরিক্ত রক্ত ক্ষরন হয়ে তার মৃত্যু হয়েছে।