তৃণমূল বিএনপিকে গতিশীল করতে কাউন্সিলের বিকল্প নেই–খন্দকার আব্দুল মুক্তাদির

Published: 9 October 2021

সংবাদ বিজ্ঞপ্তি :


বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, তৃণমুল বিএনপি হচ্ছে দলের প্রাণ। তাই তৃনমূল বিএনপিকে সুসংগঠিত ও শক্তিশালী করতে হবে। এজন্য ত্যাগী ও সক্রিয় নেতাকর্মীদের সঠিক মূল্যায়ন প্রয়োজন। এর অন্যতম একটি মাধ্যম হচ্ছে কাউন্সিল। শক্তিশালী বিএনপি ও কর্মীবান্ধব নেতৃত্ব সৃষ্টি করতে কাউন্সিলের বিকল্প নেই। সিলেট জেলায় ১ম সদর উপজেলার ৫টি ইউনিয়ন বিএনপির কাউন্সিলের তারিখ ঘোষণায় জেলা বিএনপিতে নতুন মাত্রা যোগ করবে। অবিলম্বে সকল ইউনিয়ন, উপজেলা ও পৌরসভা বিএনপিকে কাউন্সিল আয়োজনের প্রস্তুতি নিতে হবে।
তিনি শনিবার সিলেট সদর উপজেলা বিএনপি আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। সদর উপজেলা বিএনপির আহ্বায়ক এ কে এম তারেক কালামের সভাপতিত্বে ও সদস্য আব্দুস শহীদ চেয়ারম্যানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির ১নং সদস্য আবুল কাহের চৌধুরী শামীম। সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা যুবদলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান পাপলু, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদসৗ ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল কাশেম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য ইলিয়াস মেম্বার, আব্দুস শুকুর, কছির উদ্দিন, আ ফ ম কামাল, আল মামুন খান, সিরাজুল ইসলাম, জইনুদ্দিন, হাবিবুর রহমান হাবিব, দিলোয়ার হোসেন জয়, আবুল হোসেন, এম এ রহিম ও এনামুল হোসেন প্রমূখ। সভার শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা বিএনপির সদস্য জাহেদ আহমদ।
সভায় ১৫ অক্টোবর ১নং জালালাবাদ ইউনিয়ন, ৩০ অক্টোবর ৩নং খাদিমনগনর ইউনিয়ন, ২৯ অক্টোবর ৪নং খাদিমপাড়া ইউনিয়ন, ৩০ অক্টোবর ৫নং টুলটিকর ইউনিয়ন, ২৩ অক্টোবর ৬নং টুকেরবাজার ইউনিয়ন ও বিএনপির সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়। এছাড়া সভায় হাটখোলা ইউনিয়ন বিএনপির সম্মেলন বাস্তবায়নে এ কে এম তারেক কালামকে দায়িত্ব দেয়া হয়। কান্দিগাও ইউনিয়ন বিএনপির সম্মেলন বাস্তবায়নে শহীদ আহমদ চেয়ারম্যান ও মোগলগাও ইউনিয়ন বিএনপির সম্মেলন বাস্তবায়নে আবুল কাশেমকে দায়িত্ব দেয়া হয়