পরিত্যক্ত কন্টেইনার থেকে ১২৬ অভিবাসী উদ্ধার

Published: 10 October 2021

পোস্ট ডেস্ক :


মধ্য আমেরিকার দেশ গুয়েতেমালায় রাস্তার পাশে পড়ে থাকা একটি পরিত্যক্ত কন্টেইনার থেকে ১২৬ অভিবাসীকে উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার ভোরে মধ্য আমেরিকার দেশটির নুয়েভা কনসেপকিয়ন এবং কোকালেস শহরের মধ্যবর্তী এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। স্থানীয়রা ওই কন্টেইনারের ভেতর থেকে চিৎকার ও কান্নার আওয়াজ শুনতে পান। এরপর পুলিশকে খবর দিলে পুলিশ এসে তাদের উদ্ধার করে।

উদ্ধার হওয়া অভিবাসীদের মধ্যে ১০০ জনেরও বেশি হাইতির নাগরিক। এছাড়া নেপাল ও ঘানার নাগরিকও রয়েছেন। গুয়েতেমালা কর্তৃপক্ষ বলছে, পাচারকারীরা কন্টেইনারসহ রাস্তায় এসব অভিবাসীকে ফেলে রেখে গেছে। অভিবাসীদের মেক্সিকো হয়ে যুক্তরাষ্ট্রে পৌঁছে দেওয়ার কথা ছিল। সে জন্য তারা পাচারকারীদের অর্থ দিয়েছিলেন।

গুয়েতেমালার পুলিশের এক মুখপাত্র জানান, কন্টেইনারের ভেতর থেকে তারা কান্নার আওয়াজ শুনতে পান। পরে সেখান থেকে কাগজপত্রহীন ১২৬ জন অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। পরে প্রাথমিক চিকিৎসা শেষে তাদেরকে মাইগ্রেশন ইনস্টিটিউট পরিচালিত একটি আশ্রয়কেন্দ্রে পাঠানো হয়েছে।