গ্রেটার খুলনা এসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন

Published: 10 October 2021

প্রেস বিজ্ঞপ্তি :

গ্রেটার খুলনা এসোসিয়েশন বিলেতের প্রাচীন সংগঠনের একটি। দীর্ঘ এক যুগেরও আগে গঠিত সংগঠনটি বিশ্ব মহামারির জন্য থমকে গেলেও সম্প্রতি নতুন উদ্দ্যমে তাদের সাংগঠনিক কর্মসূচি শুরু করেছে । এ উপলক্ষে গত ৯ অক্টোবর শনিবার whitechapel এর একটি অভিজাত রেস্তোরায় অনুষ্ঠিত হয় গ্রেটার খুলনা এসোসিয়েশনের সাধারণ সভা।

সাংবাদিক শেখ মহিতুর রহমান বাবলু ও মাকসুদ আহমেদ সুমন এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লিয়াজু কমিটির প্রধান আইনজীবী এমদাদুল হক চঞ্চল।

সভা থেকে লিয়াজো কমিটির উপর অর্পিত দায়িত্ত্ব শেষ এমন ঘোষণা করে আগামী ৯০ দিনের মধ্যে সাধারণ সভা ও পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে বিশিষ্ট ব্যবসায়ী এস এম সিপার কে প্রধান করে ১৭ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটিতে খুলনা বিভাগের সকল জেলার প্রতিনিধিদের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে।

গ্রেটার খুলনার বিপুল সংখ্যক সদস্যের উপস্থিতিতে সভায় দিক নির্দেশনামূলক বক্তৃতা করেন আবু সুফিয়ান ঝিলাম , ড: মিহির দাস , সুলতানা শেখ ,নাহিদ নেওয়াজ রানা , তোবারক হোসেন , তুহিন মোল্লা, মোস্তাক মোহাম্মদ শাওন ,মিনা জাহিদ হাসান ,মিথুন শাহ ,সঞ্জিত ঘোষ , ওয়াহিদুজ্জামান রুমু ,রানা শামীম, রাসেল আহমেদ প্রমুখ।

যেকোনো ধরনের বাঁধা বিভেদ ভুলে ইউকেতে বসবাসকারী খুলনা বিভাগের সকল সম্মানিত সদস্য সম্মিলিতভাবে কাঁধে কাঁধ মিলিয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে গ্রেটার খুলনা এসোসিয়েশনের ছায়া তলে কাজ করার উপর গুরুত্ব আরোপ করেন অনুষ্ঠানে আগত অতিথিরা ।

খুলনা বিভাগের সকল জেলার প্রতিনিধিদের নিয়ে ১৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির সদস্যরা হলেন :

আহ্বায়ক – এস এম সিপার, যুগ্ম আহ্বায়ক নাসরিন মার্সি, তুহিন মোল্লা, তোবারক হোসেন, মোস্তাক মোহাম্মদ শাওন, সদস্য সচিব-নাহিদ নেওয়াজ রানা, সদস্য আবু সুফিয়ান ঝিলাম, এমদাদুল হক চঞ্চল, শেখ মহিতুর রহমান বাবলু, মাকসুদ আহমেদ সুমন, আল আমিন রিজভি, এম ডি এনামুল হক, সুলতানা আহমেদ শেখ, সিফাত সিমি, এম এ সাঈদ খান, মিথুন শাহ ও রাসেল আহমেদ।

প্রতি বছর দেশে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ , প্রাকৃতিক দুর্যোগ কবলিত এলাকায় আর্থিক সাহায্য ,বিলেতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের নানা সমস্যা সমাধান , আইনি পরামর্শ ,ইফতার মাহফিল ,একুশের প্রথম প্রহরে শহীদ বেদিতে ফুলের শুভেচ্ছা সহ নানা কর্ম কান্ড পরিচালনা করে গ্রেটার খুলনা এসোসিয়েশন ইতিমধ্যে তুমুল জনপ্রিয়তা অর্জন করেছে।