বিশিষ্ট সমাজসেবী আলহাজ্ব মোহাম্মদ তাহির আলীর ইন্তেকাল

Published: 11 October 2021

স্টাফ রিপোর্টার :

টাওয়ার হ্যামলেটসের শেডওয়েল জামে মসজিদের ট্রেজারার ও ট্রাষ্টি, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, প্রবীন কমিউনিটি নেতা ও বিশিষ্ট সমাজসেবী আলহাজ্ব মোহাম্মদ তাহির আলী (৯২) সোমবার ভোর পৌনে দুইটায় রয়েল লণ্ডন হাসপাতালে ইন্তেকাল করেছেন।( ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন )।

মরহুম হাজী তাহির আলী সাপ্তাহিক বাংলা পোষ্ট পত্রিকার উপদেষ্টা, ভয়েস ফর জাস্টিস ইউকের অর্থ সচিব, বিশ্বনাথ এডুকেশন ট্রাস্টের ট্রাষ্টি, প্রস্তাবিত ওয়ান পাউণ্ড হাসপাতালের দাতা সদস্য, গ্রেটার সিলেট কাউন্সিল ইউকের সদস্য, রেনেসাঁ সাহিত্য মজলিসের উপদেষ্টা, স্কুল গভর্নর সহ বিভিন্ন সামাজিক ও কমিউনিটি সংগঠণের সাথে জড়িত ছিলেন ।

১৯৫৭ সালে তিনি যুক্তরাজ্যে আসেন। প্রথমে ব্রাডফোরড বসবাস করেন ও পরে লণ্ডন চলে আসেন।বিশ্বনাথ উপজেলার কারিকোনা গ্রামের তিনি বাসিন্দা।জীবনে তিনি বহুবার হজ্ব ও ওমরা পালন করেছেন।

ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন অত্যন্ত পরহেজগার, বিনয়ী, পরোপকারী, ছখী ও ধর্মপ্রাণ। মৃত্যুর আগ পর্যন্ত শেডওয়েল মসজিদের খেদমত করে গেছেন।

এদিকে আলহাজ্ব তাহির আলীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সাপ্তাহিক বাংলা পোস্ট পত্রিকার ম্যানেজিং ডিরেক্টর তাজ চৌধুরী, সম্পাদক তারেক চৌধুরীসহ বাংলা পোস্ট পরিবার।তারা মরহুমের বিদেয়ী আত্মার মাগফেরাত কামনা করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমাবেদনা জানিয়েছেন।