চিন্তার কথা ভাবনার কথা ও কবিতা গ্রন্থ অন্তরার প্রকাশনা অনুষ্টান সম্পন্ন

Published: 11 October 2021

সংবাদ বিজ্ঞপ্তি :


শাহ ফারুক আহমেদ পেশায় একজন শিক্ষক হলেও রাজনীতি ও লেখালেখি তার নেশা, লিখছেন অসংখ্য কবিতা, ছোট গল্প, প্রবন্ধ নিবন্ধ। তিনি যা বিশ্বাস করেন তাই লিখেন তার রচিত প্রবন্ধ বিষয়ক গ্রন্থ চিন্তার কথা ভাবনার কথা ও কবিতা গ্রন্থ অন্তরার প্রকাশনা অনুষ্টানে বক্তারা একথা বলেন। বক্তরা বলেন তার কবিতা ও প্রবন্ধে উঠে এসেছে বাঙ্গালী সমাজের একটি বাস্তব চিত্র।

১০ অক্টোবর লন্ডন সময় সন্ধ্যা ৬ ঘটিকায় ইষ্ট লন্ডনের কবি নজরুল সেন্টারে বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব ও সুলেখক হরমুজ আলীর সভাপতিত্বে ও সাংস্কৃতি কর্মী আলীমুজ্জানারে সঞ্চালনায় অনুষ্ঠিত প্রকাশনা ও মোড়ক উম্মোচন অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পীকার কাউন্সিলার আহবাব হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনের পলিটিক্যাল কাউন্সেলর দেওয়ান মাহমুদ হোসেন, যুক্তরাজ্য আওয়ামীলীগের সহসভাপতি জালাল উদ্দিন, সেক্রেটারী সৈয়দ সাজিদুর রহমান ফারুক, সাবেক ছাত্র নেতা ফয়জুল ইসলাম লস্কর, সিরাজ উদ্দিন ফরহাদ, কাউন্সিলার পারভেজ আহমদ। চিন্তার কথা ভাবনার কথা গ্রন্থের উপর মূল প্রবন্ধ পাঠ করেন প্রবীণ সাংবাদিক হামিদ মোহাম্মদ ও কবিতা গ্রন্থ অন্তরার উপর প্রবন্ধ পাঠ করেন কবি মুজিবুল হক মনি। উভয় গ্রন্থের উপর আলোচনায় অংশ নেন সাংবাদিক গবেষক মতিয়ার চৌধুরী ছড়াকার দিলু নাসের, কবি শাহ শামীম আহমদ। অনুষ্টানে শুভেচ্ছা বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী,সিলেট এমসী কলেজের সাবেক ভিপি ইকবাল হোসেন, শাহ আজিজুর রহমান, মনির আহমদ, জিয়াউল হক,তারিফ আহমদ, সারব আলী, আলতাফুর রহমান চৌধুরী মিতা বদরুল হক, আফজাল হোসেন সিদ্দিক মিয়া প্রমুখ। শুরুতে লেখককে ফুল দিয়ে বরন করেন জামাল আহমদ খান হাজী আব্দুল হান্নান ও অন্যান্যরা। অনুষ্টানের দ্বিতীয় পর্বে ছিল সাংস্কৃতিক অনুষ্টান এতে কবিতা আবৃতি করেন মোস্তফা কামাল মিলন ও সঙ্গীত পরিবেশন করেন নূরজাহান শিল্পি স্থানীয় শিল্পিরা।