বানিয়াচংয়ে তুলার গোডাউনে আগুনে পুড়ে ভস্মীভূত

Published: 14 October 2021
বানিয়াচং প্রতিনিধিঃ
হবিগঞ্জের বানিয়াচংয়ে একটি তুলার গোডাউন আগুনে ভস্মীভূত হয়ে গেছে। ১২ অক্টোবর বিকাল সাড়ে ৩টায় বানিয়াচংয়ের বড়বাজার সংলগ্ন সাবরেজিষ্ট্রার অফিসের দক্ষিনে শাহবাজুর রহমানের মালিকানাধীন ভাড়া ঘরে সঞ্জব আলীর তুলার গোডাউনে আগুন লেগে ভস্মীভূত হয়েছে। বুধবার সকালে সরেজমিনে ভোরে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় তুলার গোডাউনের মালিক সঞ্জব আখনজী (৫০) পোড়া গোডাউনের পাশে তুলার মিলের সামনে কর্মচারীদের নিয়ে বসে আছেন। পত্রিকার লোক পরিচয় দিতেই হাউমাউ করে কাদতে থাকেন।
বুক চাপড়ে বিলাপ করতে করতে জানান, একবার-দুবার নয় চার-চারবার আমার তুলার গোডাউনে আগুন লেগেছে। চারবারের আগুনে পুড়ে আমার সব ছাড়খার হয়ে গেছে। আগুনের পোড়ায় অন্তত আমার কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আমার জীবনের সঞ্চিত সব অর্থ এমনকি কিছু জমিজামাও বিক্রি করে এখন আমি নিঃস্ব হয়ে পড়েছি। তিনি প্রশ্ন করেন আগুন কি আমাকেই খুজে বেড়ায় নাকি কেউ আমাকে পুড়িয়ে মারতে চায়? অন্য কেউ তাকে আগুনে পুড়িয়ে শেষ করতে চায় এর স্বপক্ষে তিনি জানান একটি বাড়র জমি নিয়েএকজনের সাথে ৭/৮ বছর পূর্বে বিরোধ তৈরি হয়েছিলো। সেই সময় ওই ব্যাক্তি বলেছিলো তোকে আমি অস্তিত্বহীন করে ছাড়বো। এরপর থেকেই ধারাবাহিকভাবে তার তুলার গোডাউনে আগুন লাগে। যে সময়ই তুলার ঘরে আগুন লাগে এর পরের দিনই ওই ব্যাক্তি আমার উপরে একটি মিথ্যা মামলা দায়ের করে। ঘর পুড়ার কারনে যখনই আমি চেতন হারিয়ে অস্বাভাবিক অবস্থায় থাকি সেই সুযোগে ওই লোক আমার উপর মিথ্যা মামলা করে আমাকে ভোগান্তিতে ফেলে। বারবার