লিবিয়ায় আসন্ন নির্বাচন নিয়ে কী ভাবছে তুরস্ক?

Published: 14 October 2021

পোস্ট ডেস্ক :


আফ্রিকার মুসলিম অধ্যুষিত দেশ লিবিয়ায় আসন্ন নির্বাচন নিয়ে নিজেদের ভাবনার কথা জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভাসুগলো।

নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রী নাজলা আল-মাঙ্গুশের সঙ্গে তিনি এক বৈঠকে মিলিত হন। খবর আনাদোলু নিউজ।

বৈঠকের পর এক টুইটবার্তায় তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক ও আমাদের বিভিন্ন এজেন্ডা ইস্যুতে আলোচনা হয়েছে। আমরা (তুরস্ক) চাই লিবিয়ায় একটি স্থিতিশীলতা আসুক। এজন্য আমরা নিয়মিত কাজ করে যাচ্ছি।

গৃহযুদ্ধে বিধ্বস্ত লিবিয়ায় আসন্ন নির্বাচন নিয়ে তুর্কি পরররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা চাই দেশটিতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হোক।

আগামী ২৪ ডিসেম্বর লিবিয়ায় সংসদীয় ও প্রেসিডেন্সিয়াল নির্বাচন হওয়ার কথা রয়েছে।

এর আগে লিবিয়ার আন্তর্জাতিক স্বীকৃত জাতীয় ঐক্যমত্যের সরকার ও জেনারেল খলিফা হাফতারের প্রতিনিধিদের মধ্যে একটি সমঝোতা হয়। তিউনিসিয়ার রাজধানীতে আয়োজিত এ আলোচনায় অংশ নেওয়া গ্রুপগুলো ‘২০২১ সালের ২৪ ডিসেম্বর জাতীয় নির্বাচনের ব্যাপারে সম্মত’ হয়েছিল।