সিলেটে বিক্ষোভ মিছিল থেকে পূজা মণ্ডপে হামলার চেষ্টা

Published: 15 October 2021

সিলেট অফিস :


সিলেটে বিক্ষোভ মিছিল থেকে দুটি পূজা মণ্ডপে হামলার চেষ্টা করা হয়েছে। তবে পুলিশ সতর্ক অবস্থানে থাকায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শুক্রবার (১৫ অক্টোবর) বেলা আড়াইটার দিকে মদিনা মার্কেটের কালিবাড়ি এলাকার দুটি মণ্ডপের সামনে এ উত্তেজনার সৃষ্টি হয়।

তবে একটি মণ্ডপের স্বেচ্ছাসেবকদের মারধর এবং সামনে দাঁড়িয়ে থাকা দুটি গাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠেছে মিছিলকারীদের বিরুদ্ধে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় র‍্যাব, বিজিবি ও অতিরিক্ত পুলিশ।

ঘটনাস্থলে থাকা সিলেট মেট্রোপলিট পুলিশের (এসএমপি) জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান জানান, কুমিল্লায় পবিত্র কুরআন অবমাননার প্রতিবাদে জুম্মার নামাজের পর নগরীর মদিনা মার্কেট এলাকার কালিবাড়িতে বিক্ষোভ মিছিল বের করেন স্থানীয় মুসল্লিরা। মিছিল শুরু করে এক পর্যায়ে কালিবাড়িস্থ ‘ভাটিবাংলা’ ও ‘উদীয়মান ভাটিবাংলা’ নামক দুটি পূজা মণ্ডপ অতিক্রম করার সময় মুসল্লিদের দিকে কোথা থেকে একটি ঢিল ছুটে আসে। এসময় মিছিলকারীরা বিক্ষুব্ধ হয়ে পড়লে উত্তেজনার সৃষ্টি হয়। তবে পুলিশ ঘটনাস্থলে ছিলো এবং তারা সতর্ক অবস্থানে থাকায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

এদিকে, মিছিলকারীরা ‘ভাটিবাংলা’ পূজা মণ্ডপের সেচ্ছাসেবকদের মারধর এবং মণ্ডপের সামনে দাঁড়িয়ে থাকা একটি প্রাইভেটকার ও একটি মোটরসাইকেল ভাঙচুর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

অপরদিকে, ‘উদীয়মান ভাটিবাংলা’ নামক পূজা মণ্ডপে হামলার চেষ্টা চালালে সেখানের স্বেচ্ছাসেবকরা হামলা প্রতিহত করেন। এসময় হামলাকারীরা স্বেচ্ছাসেবকদের লক্ষ্য করে ঢিল ছুড়েন এবং মণ্ডপের লাইটিং ছিড়ে ফেলেন।

উত্তেজনার খবর পেয়ে দ্রুত সিলেট জালালাবাদ থানার অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে হামলাকারীরা ছত্রভঙ্গ হয়ে যান। পরে ঘটনাস্থলে র‍্যাব ও বিজিবি’র কয়েকটি দল ছুটে যায়।

শেষ খবর পাওয়া পর্যন্ত ঘটনাস্থলে র‍্যাব, বিজিবি ও পুলিশ মোতায়েন রয়েছে। পাশাপাশি ওই এলাকাসহ সিলেটের সকল পূজা মণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।