ফেসবুক-ইউটিউবে গুজব ছড়ানোয় যুবক গ্রেফতার

Published: 15 October 2021

বিশেষ সংবাদদাতা :


কুমিল্লার ঘটনায় ফেসবুক ও ইউটিউবে অপপ্রচারের অভিযোগে গোলাম মাওলা (২৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব। শুক্রবার রাতে কুমিল্লার র‌্যাব-১১ সিপিসি-২ এর অধিনায়ক মেজর সাকিব হোসেন এক প্রেস বিজ্ঞপির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার গোলাম মাওলা জেলার বুড়িচং উপজেলার কালিকাপুর গ্রামের মৃত তাজুল ইসলামের ছেলে। বৃহস্পতিবার রাতে নগরীর নিউমার্কেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব জানায়, গোলাম মাওলা ঘটনার সময় নানুয়ার দিঘীরপাড় পূজামণ্ডপে গিয়ে বিভিন্ন ছবি সংগ্রহ করে এবং সেই সব ছবিতে বিভিন্ন উগ্রবাদী কথা সংযুক্ত করে নিজের ফেসবুক ও ইউটিউব চ্যানেলসহ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করে।

বিষয়টি র‌্যাবের নজরে আসলে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে উক্ত ঘটনার সত্যতা পাওয়া যায়। এরই পরিপ্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়।