দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারে মিলল ফেন্সিডিল, পুলিশ সদস্য গ্রেফতার

Published: 16 October 2021

বিশেষ সংবাদদাতা :


সাতক্ষীরার তালা উপজেলায় পুলিশ সদস্যের ফেন্সিডিল বহনকারী প্রাইভেটকারের ধাক্কায় আব্দুল গফুর মাহমুদ নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনার পর ওই প্রাইভেটকার থেকে ফেন্সিডিলসহ পুলিশের এক কন্সটেবল ও চালককে গ্রেফতার করেছে পুলিশ।

নিহত আব্দুল গফুর (৬০) তালা উপজেলার মদনপুর গ্রামের নেহাল উদ্দিন মাহমুদের ছেলে।

গ্রেফতার ফেন্সিডিল বহনকারী পুলিশ সদস্য উত্তম দাস (২৬) সাতক্ষীরা আদালত পুলিশের সদস্য হিসেবে দায়িত্বরত। কনস্টেবল নং ৯৯৭। প্রাইভেটকার চালক লুৎফর রহমান (২৫) সাতক্ষীরা সদর থানা এলাকার বাসিন্দা।

শনিবার সকালে তালা থানার ওসি আবু জিহাদ ফকরুল আলম খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শুক্রবার দুপুরে গফুর মদনপুর বাজার এলাকা থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে সাতক্ষীরা থেকে খুলনাগামী দ্রুতগতির প্রাইভেটকারটি গফুরের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে গিয়ে গুরুতর আহত হন গফুর।

স্থানীয় লোকজন প্রাইভেটকারটি আটক করে সড়ক অবরোধ করে রাখে। পরে হাইওয়ে পুলিশ গিয়ে গফুরকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

পরে প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ছয় বোতল ফেন্সিডিল, দুই লাখ ৮৫ হাজার টাকা ও স্বর্ণ উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশের এক কন্সটেবল ও এর চালককে গ্রেফতার করা হয়। এ ঘটনায় মাদক ও দুর্ঘটনার মামলা করেছে পুলিশ।

এদিকে দুর্ঘটনায় আহত গফুর বিকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থেকে মারা যান।