কুমিল্লার ঘটনায় জড়িতদের শিগগিরই গ্রেপ্তার করে ফেলব: আসাদুজ্জামান খান কামাল

Published: 17 October 2021

বিশেষ সংবাদদাতা :


কুমিল্লায় পূজামণ্ডপে পবিত্র কোরআন শরীফ রাখার ঘটনায় জড়িতদের শিগগিরই চিহ্নিত করে গ্রেপ্তারের আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, কুমিল্লার ঘটনা আমরা খুব সিরিয়াসলি দেখছি। একটা নির্ভুল তদন্তের মাধ্যমে ঘটনাটা আপনাদের জানাবো। শিগগিরই জানাবো বলে আশা করছি। আজ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কুমিল্লার ঘটনায় ২-৩ জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছি। আসল যারা করেছেন তাদেরও আমরা চিহ্নিত করে ফেলব, খুব শিগগিরই জানাতে সক্ষম হবো। আমরা আশা করছি যেভাবে এগোচ্ছি, খুব শিগগিরই তাদের গ্রেপ্তার করতে পারবো।
তিনি বলেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার দেশ।

এখানে সবাই মিলে চলছি। এ জন্য দুর্বার গতিতে এগিয়ে চলছি। হঠাৎ করে এ ঘটনা ঘটানোর পেছনে নিশ্চয়ই কোনো কারণ রয়েছে। কিছু দিনের মধ্যে বিষয়টি পরিষ্কার করতে পারবো।
এসময় চাঁদপুরের হাজীগঞ্জ ও নোয়াখালীতে প্রাণহানির ঘটনায় দুঃখ প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।