ব্রিটেন, নরওয়ে ও আফগানিস্তানে সন্ত্রাসী হামলার নিন্দা জানালেন পোপ

Published: 17 October 2021

পোস্ট ডেস্ক :


ব্রিটেন, নরওয়ে ও আফগানিস্তানে সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছেন পোপ ফ্রান্সিস। রোববার সেন্ট পিটার্স স্কয়ারে তিনি বলেন, গত সপ্তাহে বিশ্বের বিভিন্ন স্থানে হামলা হয়েছে। নরওয়ে, আফগানিস্তান ও ব্রিটেনে অনেকে হতাহত হয়েছেন। আমি ভিক্টিমের পরিবারের প্রতি সমবেদনা জানাই এবং তাদের জন্য প্রার্থণা করি। দয়া করে, সবাই সহিংসতার রাস্তা ছেড়ে আসুন। সহিংসতা বিশ্বের প্রতিটি মানুষের জন্য পরাজয়। আমাদের মনে রাখা উচিৎ, সহিংসতা শুধু সহিংসতাই জন্ম দেবে।

সুন্নি জঙ্গিদের হামলায় গত শুক্রবার আফগানিস্তানের একটি মসজিদে অন্তত ৪১ জন নিহত হয়েছেন।

আহত হয়েছেন আরও ৭০ জন। এর দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট। এর আগে বুধবার নরওয়েতে তীর-ধনুক নিয়ে সাধারণ মানুষের উপরে হামলা চালায় আরেক উগ্রবাদী। এতে ৫ জন নিহত হন। পুলিশ জানিয়েছে, হামলাকারী অন্য ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন এবং অনেক দিন ধরেই পুলিশের সন্দেহের তালিকায় ছিলেন। সন্ত্রাসী হামলার সর্বশেষ ভিক্টিম ব্রিটেনের এমপি ড্যাভিড অ্যামেস। স্থানীয় প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের সময় তার উপরে ছুরি নিয়ে হামলা করেন ২৫ বছর বয়সী এক তরুণ। ঘটনাস্থলেই মৃত্যু হয় ড্যাভিড অ্যামেসের। হামলাকারীকে সন্ত্রাসী হামলার দায়ে অভিযুক্ত করেছে ব্রিটিশ পুলিশ।