রংপুরে ইস্কনের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

Published: 18 October 2021

মোঃ মমিনুর রহমান, রংপুর :

সারাদেশে নোয়খালী ইসকন মন্দির, কুমিল্লা, চাঁদপুর, ফেনী, চট্টগ্রাম ও রংপুরের পীরগঞ্জসহ বিভিন্ন স্থানে মন্দিরে হামলা, হত্যাকান্ড, অগ্নিকান্ড ও ভাংচুরে প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রধনমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন আর্ন্তজাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ রংপুর শাখা।

গতকাল সোমবার সকালে রংপুর প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন ইসকন রংপুরের অধ্যক্ষ শ্রীমৎ ভক্তিপ্রিয়ম গদাধর গোস্বামী মহারাজ, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ রংপুর মহানগর শাখার সদস্য সচিব প্রশান্ত কুমার রায়, রংপুর শিশু নিকেতন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমল কুমার রায়, আর্ন্তজাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ রংপুর শাখার সদস্য প্রদীপ মোহন্ত, গোপাল রায়, উত্তম কুমার মোহন্ত, সন্তাতন ধর্মী নেতা বনমালী পাল, রাম কৃষ্ণ সোমানী, মুকুল সরকারসহ বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ রংপুর জেলা ও মহানগর শাখার এবং বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ছাত্র-যুব ঐক্য পরিষদ রংপুর জেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় বক্তারা বলেন, নোয়খালী ইসকন মন্দির, কুমিল্লা, চাঁদপুর, ফেনী, চট্টগ্রাম, সহ বিভিন্ন স্থানে ধর্মলম্বী মানুষদের মন্দিরে হামলা, হত্যাকান্ড, অগ্নিকান্ড ও ভাংচুরের ঘটনার দৃষ্টান্ত মুলক বিচারের সার্থে বিশেষ ট্রাইব্যুনাল গঠন এবং ক্ষতিগ্রস্ত গৃহ ও মন্দিও গুলোর ক্ষতিপুরণসহ পুনঃনির্মানের জন্য সরকারের প্রতি দাবি জানান।

মানববন্ধন শেষে সকল সংগঠনের নেতাকর্মিরা রংপুর জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।