বাংলাদেশের হামলার ঘটনার প্রতিবাদে উত্তাল করিমগঞ্জ।। শতর্ক বিএসএফ।। আমদানি রফতানি বন্ধ করে দেওয়া হুমকি

Published: 19 October 2021

অরুপ রায় :

করিমগঞ্জ(ভারত) ১৯ অক্টোবর,,প্রতিবেশী রাষ্ট্রে সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে উত্তাল হয়ে উঠে সীমান্ত শহর করিমগঞ্জ । গর্জে ওঠে হাজার হাজার নরনারী ।

বাংলাদেশি হিন্দু মন্দির দুর্গা প্রতিমা হিন্দু নারীদের উপর হামলা ধর্ষণ নারী নির্যাতন তাদের প্রতিবাদের উত্তাল ভারত-বাংলাদেশ সীমান্ত শহর করিমগঞ্জ । আজ শহরের নেতাজী সুভাষ বসুর পাদদেশ থেকে হাতে গেরুয়া ঝান্ডা নিয়ে বিশাল মিছিল শহর পরিক্রমা করে বিসর্জন ঘাটে সমবেত হয় । একসঙ্গে হাজার হাজার লোক সমাগমে চরম উত্তেজনা সৃষ্টি হয় । পরিস্থিতির দিকে লক্ষ রেখে দিয়েছে পুলিশ সিআরপিএফ মোতায়েন করা হয় গোটা শহরে । এদিকে জনা কয়েক যুবক জলপথে বাংলাদেশে যাওয়ার চেষ্টা করলে বিএসএফ তাদের কুশিয়ারা নদীথেকে

উঠিয়েদে । পরে বাধ্য হয়ে বিএসএফের স্পিড পোস্ট নামানো হয়

এবং জলের সঙ্গে গোটা বিসর্জনঘাট  সুরক্ষায় মোড়ে দেওয়াহয় । এক সময় বাংলাদেশের জকিগঞ্জে সে দেশের লোক সমাগম হয় ।

এদিকে বিজেপির বরিষ্ঠ নেতা মিশন রঞ্জন দাস বলেন বাংলাদেশ যদি হিন্দু নির্যাতন বন্ধ না করলে আমরা চুপ থাকতে পারবো না প্রয়োজনে ভারত বাংলাদেশের মধ্যে বাণিজ্য বন্ধ করে দেওয়া হবে । আমরা ভারত সরকারের নিকট চাপ সৃষ্টি করবো বাংলাদেশে আমদানি রফতানি বন্ধ করতে ।

তিনি বলেন বর্তমান বাংলাদেশ সরকার হিন্দুদের উপর চলা  নির্যাতন বন্ধ করতে ব্যার্থ ।

সরকার যদি উগ্রমৌল বাদীদের কারি

সামাল দিয়ে না পারে তা হলে আগামী দিনে এমন ঘটনা আরও ঘটবে আশঙ্কা ব্যক্ত করেন  । তাই বাংলাদেশ সরকারকে হুঁশিয়ারি করে দিচ্ছি আগামীদিনেও প্রতিবাদ চালিয়ে যেতে পিচপা হবো না । আজ যারা এসব ঘঠনা করছে তারা কাপুরুষ ছাড়া আর কিছু নয় বলে দাবি করেন মিশন বাবু।

জেলা বিজেপির সভাপতি সুব্রত ভট্টাচার্য বলেন পাকিস্তানের নির্যাতন থেকে রক্ষা করে যাদের আমরা স্বাধীনতা এনে দিয়েছি আজ সেটা তারা ভুলেগেলে চলবে না । সরকার যদি দাঙ্গা বাজদের নিয়ন্ত্রণে আনে তা হলে ভারতে এর প্রতিবাদে বাংলাদেশের পণ্য সামগ্রী বর্জন করবে । আর এস এসের জেলা সংঘ চালক নর্মদা চক্রবর্তী বলেন দর্য্যের সীমা অতিক্রম করে ঠিক নয় জামাতি ইসলামের মত সংগঠন বার বার হিন্দুদের উপর হামলা করেছে সরকার তাদের বিরুদ্ধে কোন পদক্ষেপ নিচ্ছেনা এ থেকে প্রমাণ হচ্ছে সরকারের মদতে তারা এসব ঘটনা ঘটিয়ে যাচ্ছে।

বিশ্বহিন্দু পরিষদের জেলা সম্পাদক বিশ্বজিৎ নাগ বলেন বাংলাদেশের সংখ্যালোঘু দের উপর নির্যাতন বন্ধ না করলে আমরা ভারত থেকে বাংলাদেশে মার্চ করতে বাধ্য হবো।

তিনি বলেন ভারত আমদানি রফতানি বন্ধ করে দিলে তাদের না খেয়ে মরতে হবে ।

এদিনের প্রতিবাদ কার্যসূছিতে বক্তব্য রাখেন বজরং দলের পৃথীরাজ পাল,বিশ্বহিন্দু পরিষদের বুদ্ধ দাস ,ইসকনের নৃরসিংহ প্রভু, প্রমুখ।