সিলেটে কর্মী সভা করতে পারেনি ছাত্রদল
সিলেট অফিস :
পুলিশি বাধায় পণ্ড হয়েছে সিলেট জেলা ছাত্রদলের কর্মী সভা। বুধবার বিকাল তিনটায় সিলেটের সুরমা উপজেলা চন্ডিপুর এলাকায় এ সভার আয়োজন করা হয়। কিন্তু কর্মীসভাকে কেন্দ্র করে এদিন সকাল থেকেই ওই এলাকায় অবস্থান নেয় আইনশৃঙ্খলা বাহিনী। একসময় সেখানে সেখানে সভা না করার জন্য বলা হয় বাহিনীর পক্ষ থেকে। পরে বিকল্প হিসেবে দক্ষিণ সুরমার জালালপুর ইউনিয়নে সভার আয়োজন করলে সেখানেও বাধা দেয় পুলিশ।
জানতে চাইলে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন বলেন, বুধবার সিলেট জেলা, উপজেলা, পৌর এবং বিভিন্ন ইউনিটের কর্মীসভা ছিলো চন্ডিপুরে। আমাদের কর্মীসভার সময় ছিলো বিকাল তিনটায়। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে দুপুর ১টা থেকে ওই এলাকায় মাইকিং করে যান চলাচল বন্ধ করে দেয়া হয়। আমরা বিকল্প একটি জায়গায় সভা করতে সেখানে যাওয়ার পথে পুলিশ আমাদের গাড়ি বহরে বাধা দেয়।
পরে আমরা প্রায় তিন কিলোমিটার পথ পায়ে হেঁটে সভাস্থলে পৌঁছাই। কিন্তু সেখানেও পুলিশি বাধায় আমরা সভা করতে পারিনি। আমি এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।