দক্ষিণ সুরমা কলেজ গেটে শিক্ষার্থী খুন

Published: 21 October 2021

সিলেট অফিস :


সিলেটের দক্ষিণ সুরমা সরকারি কলেজের মূল ফটকের অদূরে রাস্তায় এক শিক্ষার্থীকে ছুরিকাঘাত করা হলে হাসপাতালে গিয়ে তার মৃত্যু হয়। নিহত আরিফুল ইসলাম রাহাত (১৮) দক্ষিণ সুরমা উপজেলার পুরাতন তেতলি এলাকার সুরমান আলীর ছেলে ও এই কলেজের দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) দুপুর সোয়া ১২ টার দিকে তাকে ছুরিকাঘাত করা হয়। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন।

বিষয়টি বৃহস্পতিবার জানিয়েছেন দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার।

তিনি জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং কী কারণে এ ঘটনা ঘটেছে তা বের করার চেষ্টা করছে। তবে এ পর্যন্ত কাউকে আটক করা হয়নি।

এদিকে, রাহাত খুনের ঘটনায় অভিযোগের তির ছাত্রলীগ কর্মী সাদি নামের একজনের দিকে। তার বাড়ি মোগলাবাজার থানার সিলাম এলাকায়।

তবে পুলিশ বলছে- এ বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। অভিযুক্ত কাউকে গ্রেফতার করা হলে বিস্তারিত জানা যাবে।