বামজোটের সাম্প্রদায়িক সন্ত্রাস প্রতিরোধ দিবস পালিত

Published: 21 October 2021

সংবাদ বিজ্ঞপ্তি :


কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে সাম্প্রদায়িক হামলা-রুখে দাঁড়াও বাংলা, শ্লোগানকে সামনে রেখে সাম্প্রদায়িক সন্ত্রাস প্রতিরোধ দিবস পালন করে হবিগঞ্জ জেলা বামজোট। গতকাল বৃহস্পতিবার বিকাল ৫টায় পৌর মার্কেটের সামনে এই বিক্ষোভ কর্মসূচী পালিত হয়। বক্তব্য রাখেন- কমিউনিস্ট পার্টির জেলা সেক্রেটারী পীযুষ চক্রবর্তী, জেলা বাসদ সমন্বয়ক এড. জুনায়েদ আহমেদ, জেলা বাসদ (মার্কসবাদী) সংগঠক শফিকুল ইসলাম, যুব ইউনিয়ন নেতা এড. পিনাক দেবনাথ ও বিজ্ঞান আন্দোলন মঞ্চের সংগঠক আলিফ রায়হান। উপস্থিত ছিলেন- সিপিবি’র সভাপতি হাবিবুর রহমান, আহাদ মিয়া, মঞ্জিল মিয়া, রফিকুল ইসলাম, জেলা উদীচীর সহ-সাধারণ সম্পাদক জয়দীপ সাহা ও শিক্ষার্থী জাহেদ হাসান প্রমুখ।
সভায় বক্তাগণ বলেন- সাম্প্রদায়িক সন্ত্রাসীরা সংখ্যালঘু সম্প্রদায়ের মন্দির ভাংচুর, ঘরবাড়ি পুড়িয়ে দিয়ে, হত্যাযজ্ঞ চালিয়ে দেশের ভাবমূর্তি নষ্ট করেছে। সরকারী দল এবং প্রশাসনের উদাসীনতা মানুষকে হতাশ করেছে। জনগণ মনে করে এই হামলা অত্যন্ত পরিকল্পিত এবং রাজনৈতিক। সংখ্যালঘু জনসাধারণদেরকে নিরাপত্তা দিতে প্রশাসন ব্যর্থ। তাই ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেন বক্তাগণ।