বাসে চেপে অভিনব পুজো পরিক্রমা ‘ইন্ডিয়ান বেঙ্গলিস ইন ইউকে’-র

Published: 21 October 2021

বিলেতের বুকে পুজো পরিক্রমা – প্রথমবার এত বড় মাত্রায় দু দুটো বাসে করে ১০৬ জন লোক মিলে লন্ডনের ৬ টা পুজো দেখলো।

পরিকল্পনা টা IBUK (Indian Bengalis in UK) গ্রুপ এর রিয়া, ডালিয়া, অন্বেষা, অসিত রা শুরু করেছিলেন পুজোর কয়েক সপ্তাহ আগে। প্রথমে একটা বাস ভেবে এগোনো শুরু হয়েছিল। কিন্তু বুকিং শুরু হওয়ার পর দেখা গেল এত লোক আগ্রহী, যে শেষে দুটো বাস করতে হলো। লন্ডন এর অনেক দূর দূর থেকে লোক এই বিশেষ পরিক্রমা তে অংশগ্রহণ করলেন। Birmingham, Leeds, Leamington spa, Coventry, Crawley, Kent, Southampton বিভিন্ন জায়গা থেকে এসেছিলেন লোক। আর খালি বাঙালি রাই না, অবাঙালি, বিদেশীরাও ছিলেন এই পরিক্রমা তে।
১৬ তারিখ যদিও পুজো শেষ, কিন্তু বিলেতের পুজোতে সেদিন অষ্টমী / নবমী। Hounslow প্রবাসী পুজোতে সকাল ১০:৩০ তে সবাই এসে হাজির হলো। কুমারী পুজো চলছিল তখন। সবাই সেই পুজো দেখে, পুষ্পাঞ্জলি দিয়ে ১২:০০ টায় বাস ছাড়ল আদি শক্তি (west Drayton) এর উদেশ্যে। আদি শক্তি তে পৌঁছে সবাই পুজো দেখলেন, ভোগ খেলেন। আদি শক্তি র উদ্যোক্তা পার্থ চৌধুরী শুরু থেকে ibuk এডমিন দের সাথে কাজ করছিলেন, সমস্ত লোকেদের covid রেজিস্ট্রেশন করানো, ভোগের ব্যবস্থা করা ইত্যাদি নিয়ে।
সেখান থেকে বাস গেল আড্ডা Slough এর পুজো তে। সেখানে একটু সময় হাতে পেয়ে কয়েকজন আবার অন্তক্ষারি তে অংশগ্রহণ করে ফেললো। অন্যরা ইলিশ, খিচুড়ি ইত্যাদি খাবারের স্টলে গিয়ে ভীড় করলো।
সেখান থেকে বাস দুটো পঞ্চমুখ Harrow পুজো হয়ে গিয়ে পৌঁছালো Ealing এর লন্ডন শারদ উৎসব এ। সারাক্ষণ বাস এ চলছিল অন্তক্ষারী আর হুল্লোড়। শুভায়ু সাথে করে নিয়ে এসেছিল দুটো বাসের সবার জন্য চকোলেট। Ealing এ সন্ধ্যারতি চলছিল। সাথে চাট, রোল, বড়াপাও এর স্টল । পুজো দেখে, চাট আর চা খেয়ে সবাই এগোলো তাদের শেষ পুজো Swiss Cottage এর লন্ডন দুর্গোৎসব এ।
খুব ভীড় ছিল, তাও উদ্যোক্তা রা IBUK মেম্বার দের জন্য আলাদা লাইনের ব্যবস্থা করে আমাদের ভেতরে ঢোকার ব্যবস্থা করে দিলেন। খুব সুন্দর ৯০ দশকের গান হচ্ছিল স্টেজ এ, সাথে খাবার, মিষ্টি র স্টল, একদিকে ভোগ দেওয়া হচ্ছিল।
লন্ডনে যদিও পুজোর সন্ধ্যা জমে উঠেছিল, বাস দুটো কে রাত ১০ টার বেশি রাখা যেত না, তাই মেম্বাররা অবশেষে Hounslow প্রবাসী পুজোতে ফিরে এলেন।
সব রকমের covid safety রেখেই হয়েছিল এই পরিক্রমা। সবাই আগের রাতে lateral flow test negative report দেখিয়েই চরেছিলেন বাসে। সব পুজো কমিটি রা সহযোগিতা করেছিলেন ibuk এর সাথে। মেম্বার দের ভাষায় – UK তে বসে এরকম পরিক্রমা ভাবা যায়না। এই স্মৃতি চিরকাল মনে গাঁথা হয়ে থাকবে।