বড়লেখায় নতুন ভোটকেন্দ্রে অর্ন্তভুক্ত না করার দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা

Published: 22 October 2021

বড়লেখা প্রতিনিধি :

বড়লেখায় আসন্ন ইউপি নির্বাচনের খচড়া ঘোষিত হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে অর্ন্তভুক্ত না করার দাবীতে হরিপুর ও গাংকুল এলাকার ভুক্তভোগী ভোটাররা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন। শুক্রবার বিকেল ৩টায় রতুলি-ইয়াকুব শাহ মাজার রোডে মানববন্ধন সমাবেশ ও পরে দক্ষিণ হরিপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

জানা গেছে, সম্প্রতি উপজেলার ১০ নং দক্ষিণভাগ দক্ষিণ ইউপির ৯ নং ওয়ার্ডের গাংকুল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের ১৫৭৭ জন ভোটারকে কেটে নতুন ভোটকেন্দ্র হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থানান্তর করে নির্বাচন কমিশন। এতে কিছু ভোটারের সুবিধা হলেও সাড়ে ৭ শতাধিক ভোটার ভোগান্তিতে পড়ার আশংকায় ভুক্তভোগীরা পূর্বের ভোটকেন্দ্রে থাকতে সংশ্লিষ্ট দপ্তরে আবেদন নিবেদন করেন। নতুন ভোটকেন্দ্রে তাদেরকে বহাল রাখা হলে ভোটাধিকার প্রয়োগ থেকে বঞ্চিত হওয়ার আশংকায় শুক্রবার বিকেলে ভুক্তভোগী এলাকাবাসী মানববন্ধন কর্মসুচি পালন ও প্রতিবাদ সভা করেছেন।

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সাবেক ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন, সমাজসেবক ফয়জুর রহমান, সেলিম মোহাম্মদ, ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রিয়াজ উদ্দিন, সাধারণ সম্পাদক আইনুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ফয়জুর রহমান, রিয়াজুল ইসলাম, নুরুল ইসলাম, লতিফ উদ্দিন, অলিউর রহমান, আব্দুস সবুর, তাহেরুল ইসলাম, সাহেদুল ইসলাম প্রমুখ।