রোহিঙ্গাদের শীর্ষ নেতা মহিবুল্লাহ ‘কিলিং স্কোয়াডের’ সদস্য গ্রেপ্তার, হত্যা রহস্য উদঘাটন

Published: 23 October 2021

বিশেষ সংবাদদাতা :


কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গাদের শীর্ষ নেতা মাস্টার মহিবুল্লাহ ‘কিলিং স্কোয়াড’-এর এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যার মূল রহস্যও উদঘাটন করা হয়েছে। এমন তথ্য জানিয়ে সাংবাদিকদের খুদে বার্তা পাঠিয়েছেন ক্যাম্পে আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ১৪ এপিবিএন এর অধিনায়ক নাইমুল হক। তিনি এ সংক্রান্ত তথ্য জানাতে আজ দুপুর ১টায় উখিয়া এপিবিএন অফিসে সংবাদ সম্মেলন আহবান করেছেন।
উল্লেখ্য, নিহত মুহিবুল্লাহ রোহিঙ্গা সংগঠন আরকান রোহিঙ্গা সোসাইটি পিছ ফির হিউম্যান রাইটস এর চেয়ারম্যান। এফডিএমএন ক্যাম্প-১ ইস্ট এর ব্লক-ডি ৮ এর মৃত ফজল আহমদ ছেলে। তিনি রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছিলেন।

২৯ সেপ্টেম্বর রাত ৮.৪০ মিনিটের দিকে কুতুপালং লম্বাশিয়া ক্যাম্প ১ ইষ্ট ব্লক ডি -৭এ রোহিঙ্গা নেতা মাস্টার মুহিবুল্লাহ(৫০) অজ্ঞাতনামা বন্দুকধারীদের গুলিতে মারাত্মকভাবে আহত হয়।
পরে তাকে পুলিশি সহায়তায় দ্রুত কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর থেকে ক্যাম্পে অপরাধ নিয়ন্ত্রণে রাখতে সাঁড়াশি অভিযান পরিচালনা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।