সেই ইকবালকে তোলা হলো আদালতে, রিমান্ডের আবেদন

Published: 23 October 2021

বিশেষ সংবাদদাতা :

কুমিল্লা শহরের নানুয়া দীঘির পাড়ে একটি পূজা মণ্ডপে পবিত্র কোরআন শরীফ রাখার দায়ে গ্রেপ্তার সেই ইকবালকে আদালতে তোলা হয়েছে। আজ বেলা ১২টার দিকে কুমিল্লার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিথিলা ফারজানার আদালতে তাকে তোলা হয়। ধর্মীয় অবমাননার একটি মামলায় তার বিরুদ্ধে রিমান্ডের আবেদন জানিয়েছে পুলিশ। আদালতের পুলিশ সূত্র এ তথ্য জানিয়েছে।

গত ১৩ই অক্টোবর ভোরে কুমিল্লার নানুয়া দীঘির পাড়ের পূজামণ্ডপে পবিত্র কোরআন শরীফ পাওয়া যায়। এরপরই দেশের কয়েক স্থানে সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় সিসি ফুটেজ দেখে ইকবালকে শনাক্ত করা হয়। এরপর গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজার সমুদ্র সৈকত এলাকার সুগন্ধা পয়েন্ট থেকে তাকে আটক করা হয়।

আটকের রাতে কক্সবাজারের পুলিশ সুপার কার্যালয়ে নিয়ে আসা হয়। শুক্রবার ভোর সাড়ে ছয়টার দিকে কক্সবাজারের পুলিশ সুপার কার্যালয় থেকে কুমিল্লায় নিয়ে আসা হয়েছে। তবে ইকবালকে গ্রেপ্তারের পর তার বিষয়ে গণমাধ্যমকে কিছু জানায়নি পুলিশ।