ইনোভেটিভ ও পারফরমেন্স অ্যাওয়ার্ডে রংপুর বিভাগের শ্রেষ্ঠ রোভার রেজওয়ান

Published: 23 October 2021

মোঃ মমিনুর রহমান, রংপুর :

বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের ২০২২-২০২১ সালের রোভার স্কাউট আন্দোলনের উন্নয়ন, সম্প্রাসরণে বিশেষ অবদান রাখায় এবং নিরলস সেবার স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চল থেকে বিভাগ ভিত্তিক শ্রেষ্ঠ জেলা রোভার কমিশনার, শ্রেষ্ঠ জেলা রোভার সম্পাদক, শ্রেষ্ঠ রোভার স্কাউট লিডার ও শ্রেষ্ঠ রোভার স্কাউট কে ইনোভেটিভ ও পারফরমেন্স অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের ইনোভেটিভ ও পারফরমেন্স অ্যাওয়ার্ড উপ-কমিটির সুপারিশ অনুযায়ী নির্বাহী কমিটির ১৪৫তম সভায় অনুমোদনের প্রেক্ষিতে রংপুর বিভাগ থেকে রংপুর সরকারি কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ও রংপুর কলেজ রোভার স্কাউট গ্রুপের সক্রিয় রোভার স্কাউট সদস্য মোঃ রেজওয়ান হোসেন সুমন কে বিভাগীয় শ্রেষ্ঠ রোভার হিসাবে মনোনীত করা হয়।
২৩ অক্টোবর ২০২১ (শনিবার) বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র বাহাদুরপুর গাজীপুরের রোভার পল্লীতে ৪৫তম বার্ষিক (ত্রৈ-বার্ষিক) কাউন্সিল সভায় আনুষ্ঠানিকভাবে এ অ্যাওয়ার্ডের সনদ ও ক্রেস্ট তুলে দেন বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের সভাপতি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যােন্সলর প্রফেসর ড. মোঃ মশিউর রহমান। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের কমিশনার ও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর ঢাকার মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ মোঃ গোলাম ফারুক, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক কে এম মোঃ রুহুল আমীন, বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের সম্পাদক প্রফেসর ড. এ. কে. এম সেলিম চৌধুরী সহ শিক্ষা সংশ্লিষ্ট উচ্চ পদস্থ ও রোভার স্কাউট কর্মকর্তাবৃন্দ।।
মোঃ রেজওয়ান হোসেন সুমন মহব্বত খাঁ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইকবাল হোসেন (রাজা) ও মোছাঃ রোকেয়া বেগেমের কনিষ্ঠ পূত্র।
রেজওয়ান হোসেন সুমন জানায়, এ অর্জনের কৃতিত্ব রংপুর রংপুর সরকারি কলেজ, রংপুর জেলা রোভার ও রংপুর জেলার