শপথ অনুষ্ঠানেই চড় খেলেন নবনিযুক্ত গভর্নর

Published: 23 October 2021

পোস্ট ডেস্ক :


নিজের শপথ গ্রহণ অনুষ্ঠানে চড় খেলেন ইরানের উত্তরপশ্চিমাঞ্চলের নবনিযুক্ত গভর্নর ব্রিগেডিয়ার জেনারেল আবেদীন খোররম। শনিবার এক ক্ষুব্ধ ব্যক্তি খোররমকে চড় মারেন বলে আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে।

পূর্ব আজারবাইজান প্রদেশের ওই শপথ অনুষ্ঠানে ইরানের স্বরাষ্ট্রমন্ত্রীও উপস্থিত ছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী উপস্থিত থাকা একটি অনুষ্ঠানে এ রকম হামলার ঘটনা ইসলামিক প্রজাতন্ত্রের নিরাপত্তার একটি অস্বাভাবিক লঙ্ঘন বলে জানিয়েছে আরব নিউজ।

আরব নিউজ জানায়, খোররম প্রাদেশিক রাজধানী তাব্রিজে আয়োজিত ওই শপথ অনুষ্ঠানের মঞ্চে উঠে বক্তব্য দিচ্ছিলেন। হঠাৎ এক ব্যক্তি মঞ্চে উঠে খোররমকে চড় মারেন। এরপর খোররমকে ধাক্কাও দেন তিনি। কয়েক সেকেন্ডের মধ্যেই নিরাপত্তা কর্মীরা এসে ওই ব্যক্তিকে সরিয়ে নেন।

এদিকে ওই অনুষ্ঠান রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারের জন্য রেকর্ড করা হচ্ছিল। মঞ্চের মাইকেও চড়ের শব্দের প্রতিধ্বনি শোনা গেছে। চড়ের শব্দ শুনে উপস্থিত সবাই হতভম্ব হয়ে যান।

এর পর অবশ্য খোররম মঞ্চে ফিরে গিয়ে নিজের বক্তব্য দেওয়া শুরু করেন। তিনি বলেন, আমি অবশ্যই ওই ব্যক্তিকে চিনি না। যদিও আমি এব্যাপারে কথা বলতে চাই না, কিন্তু আপনাদের জানা উচিত, আমি যখন সিরিয়ায় ছিলাম তখন আমাকে দিনে ১০ বারেও বেশি শত্রুরা বেত্রাঘাত করত এবং মারধর করত। আমার মাথায় ১০ বারেরও বেশি লোড করা বন্দুকও ঠেকিয়েছে তারা। আমরা মনে হয় ওই ব্যক্তিকে সেই শত্রুদের কেউ। তবে আমি তাকে ক্ষমা করে দিলাম।

যদিও এহেন আক্রমণের পেছনের কারণ জানা যায়নি। তবে নতুন এই গভর্নর এক সময় দেশটির আধাসামরিক বাহিনীতে কর্মরত ছিলেন। এক পর্যায়ে তিনি সিরিয়ার বিদ্রোহী বাহিনীর হাতে অপহৃত হন বলেও শোনা যায়। তবে ব্যক্তিগত শত্রুতার জেরে এভাবে শপথ অনুষ্ঠানে তাকে প্রকাশে চড় মারা হয় বলে দেশটির একটি গণমাধ্যম জানিয়েছে।