শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাড়ে ৮ কোটি টাকার সোনা জব্দ

Published: 25 October 2021

বিশেষ সংবাদদাতা :


হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা একটি বিমানের ফ্লাইট থেকে ১০৪টি সোনার বার জব্দ করা হয়েছে। গত রাত সাড়ে ১১টার দিকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে ওই সোনার বার জব্দ করেন শুল্ক গোয়েন্দারা। তবে এ ঘটনায় পাচারকারী কাউকে গ্রেপ্তার করতে পারেনি তারা। জব্দকৃত সোনার বারের ওজন ১২ কেজি। যার বাজার মূল্য প্রায় সাড়ে ৮ কোটি টাকা।

শুল্ক গোয়েন্দা সূত্রে জানা যায়, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের দুবাই ফেরত একটি ফ্লাইটের কার্গো হোল থেকে ১২ কেজি সোনার বার ও অলংকার জব্দ করা হয়েছে। বিমানের নম্বর- ফ্লাইট বিজি-৪১৪৮। সোনার বারগুলো পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছিল। এখন পর্যন্ত পাচারকারী কাউকে শনাক্ত কিংবা কেউ আটক হয়নি।