তাহিরপুরের পর্যটন স্পট বারেক টিলায় ভারতীয় গরুর চালান জব্দ

Published: 25 October 2021

তাহিরপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা :


সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার পর্যটন স্পট বারেক টিলা (বারিক্কার) হতে ভারতীয় গবাদি পশুর চালান আটক করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি)।

সুনামগঞ্জ-২৮ বর্ডার গার্ড ব্যাাটালিয়ন সুনামগঞ্জের তাহিরপুরের লাউরগড় বিওপির বিজিবি’র টহল দল চোরাচালানের মাধ্যমে ওপার হতে এপারে নিয়ে আসা প্রায় দুই লাখ মুল্যের পশুর চালানটি আটক করেছে।

জানাগেছে,তাহিরপুর উপজেলার উওর বড়দল ইউনিয়নের সীমান্তবর্তী বারেকের টিলার উপর দিয়ে ভারত হতে চোরাচালানের মাধ্যমে গবাদী পশুর (৬টি গরুর) চালান নিয়ে আসার পথে ব্যাটালিয়নের লাউরগড় বিওপির বিজিবি’র টহল দল ওই চালানাটি আটক করে। আটককৃত গবাদী পশুর মুল্য প্রায় ১ লাখ ৮০ হাজার টাকা।’

এদিকে এ গবাদী পশুর চালান আটক করতে সক্ষম হলেও এ চোরাচালানের জড়িত কোন চোরাকারবারী চক্রের সদস্যকে আটক করতে পারেনি বিজিবি’র টহল দল।

প্রসঙ্গত, সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার জাদুকাটা নদীর তীরবর্তী ভারতের মেঘালয় পাহাড় ঘেষা বারেকের টিলা গত কয়েকযুগ ধরেই দেশি-বিদেশি ভ্রমণ প্রকৃতি প্রেমী ও ভ্রমণ পিপাসুদের নিকট পর্যটক স্পট হিসাবে গুরুত্ব বহন করলেও এ টিলার উপর নীচ ও আশে পাশের কড়ইগড়া,মাঝের টিলা,রাজাই,মাহারাম,জাদুকাটা নদীর নৌ পথ,চাঁনপুর, চাঁনপুর টিলা,সাহিদা বাদ, দশঘর, মনাইছড়া,লাউরগড়, মোকামের সীমান্ত পথ ব্যবহার করো বিজিবির নজর এড়িয়ে বেশ কয়েকটি চক্র আগ্নেয়াস্ত্র,হুন্ডি,মদ,গাঁজা,ইয়াবা, আমদানি নিষিদ্ধ নাসির বিড়ি, জুতো,কসমেটিকস,গবাদি পশু (গরু,মহিষ,ঘোড়া),মসলা, কয়লা,গোল কাঠ,পাথর,সহ নানা ভারতীয় চোরাই পণ্য এপারে নিয়ে এসে দেশের বিভিন্ন এলাকায় চোরাচালান বাণিজ্যেও প্রসার ঘটিয়েছে বলে জনশ্রুতি রয়েছে।