সুদানে জরুরি অবস্থা ঘোষণা

Published: 25 October 2021

পোস্ট ডেস্ক :


সুদানে অন্তর্বর্তী সরকার বিলুপ্ত করে জরুরি অবস্থা জারি করেছে সেনাবাহিনী। এর আগে সোমবার খুব ভোরে তারা প্রধানমন্ত্রী আব্দাল্লাহ হামদুক ও তার কয়েকজন মন্ত্রীকে গ্রেপ্তার করে অজ্ঞাত স্থানে নিয়ে গিয়েছে। তাদেরকে কোথায় রাখা হয়েছে বা কি ঘটেছে তাদের ভাগ্যে, তা এ রিপোর্ট লেখা পর্যন্ত জানা যায়নি। তবে বলা হয়েছে, তাদেরকে গৃহবন্দি করা হয়েছে। দৃশ্যত যা দেখা যাচ্ছে, তা সামরিক অভ্যুত্থান। এর মধ্য দিয়ে দেশটি ফৌজি শাসনে ফিরেছে বলা যায়।